• সুখবর, বেঙ্গল সাফারি পার্কে আসছে জিরাফ, জলহস্তী
    বর্তমান | ১৬ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে এখন নতুন অতিথিদের এনক্লোজার বানানোর ব্যস্ততা তুঙ্গে। সম্প্রতি এই অ্যানিমেল পার্কে  আলিপুর চিরিয়াখানা থেকে ১৮টি নতুন প্রাণী আনা হয়েছে। এরপর আসতে চলেছে জিরাফ ও জলহস্তী। 

    রয়্যাল বেঙ্গল টাইগার অনেকদিন আগেই এসেছে। বেঙ্গল সাফারি বাঘের সফল প্রজনন কেন্দ্র হয়ে উঠেছে এখন। প্রায় দু’বছর আগে এসেছে এক সিংহ দম্পতি। তাদেরও বংশ বৃদ্ধি হচ্ছে। বিভিন্ন ধরনের পাখি ও জন্তু এসেছে। এরপর আসবে জিরাফ ও জলহস্তী। এই দু’টি প্রাণী এলে বেঙ্গল সাফারি পার্ক পূর্ণাঙ্গ চিড়িয়াখানার রূপ পাবে। শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। জিরাফ ও জলহস্তী আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন বেঙ্গল সাফারির ডিরেক্টর ই বিজয়কুমার। 

    গত সোমবার সাফারি পার্কে বনমহোৎসবের অনুষ্ঠানে এসেছিলেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। তাঁর প্রস্তাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পার্ক তৈরির উদ্যোগ নিয়েছিলেন। অনুষ্ঠানে উপস্থিত বনদপ্তরের কর্তাদের গৌতম দেব বলেছিলেন, সিংহ এসেছে। সম্প্রতি ঘড়িয়াল, ব্ল্যাক বিয়ার সহ ১৮টি নতুন প্রণী এসেছে। তাঁর প্রস্তাব ছিল, আরও একটা গন্ডার আনার। কারণ সাফারি পার্কে একটা গন্ডার এখন রয়েছে। আর একটা আনা যায় কি না পার্ক কর্তৃপক্ষকে ভেবে দেখতে বলেছিলেন গৌতমবাবু। একটি হাতি রয়েছে। আরও একটা হাতি আনা দরকার সাফারির জন্য বলে তিনি জানিয়েছিলেন। জিরাফ ও ক্যাঙ্গারু আনলে এই সাফারি পার্ক পূর্ণাঙ্গ চিড়িয়াখানার রূপ পাবে বলে তিনি সাফারি পার্ক কর্তৃপক্ষকে প্রস্তাব দিয়ে যান। সেই প্রস্তাব প্রসঙ্গে বেঙ্গল সাফারির ডিরেক্টর ই বিজয়কুমার বলেন, সম্প্রতি আমরা ১৮টি নতুন প্রাণী এনেছি। এর মধ্যে রয়েছে, একজোড়া স্ত্রী ঘড়িয়াল, একজোড়া হিমালয়ান ব্ল্যাক বিয়ার দম্পতি, দু’টি পুরুষ ইন্ডিয়ান ওয়াইল্ড ডগ, দুই জোড়া পেইন্টেড স্টর্ক বার্ড, এক জোড়া স্পুন বিল বার্ড ও তিন জোড়া গ্রিন ইগুয়ানা। এই প্রাণীগুলির এনক্লোজার তৈরির কাজ চলছে। পাশাপাশি জিরাফ ও জলহস্তী আনার প্রক্রিয়াও আমরা শুরু করেছি। 

    এদিকে, প্রাণীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিশুদের জন্য অ্যাডভেঞ্চার পার্ক, সজারুর জন্য নতুন এনক্লোজার, বাটারফ্লাই জোন, ছোট পাখির জন্য পক্ষীরালয়, অজগর, গোসাপের জন্য ঘর এবং কম্বো সাফারির নতুন প্রবেশদ্বার তৈরি করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)