• শমীকের বার্তার পরও গোষ্ঠীকোন্দল জিইয়ে রাখল বিজেপির জলপাইগুড়ি জেলা নেতৃত্ব
    বর্তমান | ১৬ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: খোদ দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বার্তা দিচ্ছেন, সবাইকে নিয়ে চলতে হবে। বিক্ষুব্ধ কর্মীদের সঙ্গে দেখা করে তাঁদের সভায় আসতে বলছেন শমীক। তারপরও গোষ্ঠীকোন্দল জিইয়ে রাখল বিজেপির জলপাইগুড়ি জেলা নেতৃত্ব। দলের রাজ্য সভাপতির বার্তা পেয়ে দীর্ঘদিন পর আজ, মঙ্গলবার ময়নাগুড়িতে বিজেপির বৈঠকে এলেও কার্যত ‘আলাদা’ করেই রেখে দেওয়া হল বিক্ষুব্ধ বলে পরিচিত বেশকিছু নেতাকে। এদিন বিকেলে ময়নাগুড়ির মাড়োয়ারি ভবনের দোতলায় জলপাইগুড়ি জেলার নেতা - কর্মীদের নিয়ে সভা করেন শমীক ভট্টাচার্য। সেই সভায় যোগ দিতে এলেও ভবনের নীচের তলায় বসে থাকতে হয় বিজেপির প্রাক্তন জেলা সহ সভাপতি অলোক চক্রবর্তী, প্রাক্তন জেলা সম্পাদক অনুপ পাল সহ বেশ কয়েকজনকে। একসময় জেলায় দলের পদে থাকলেও দীর্ঘদিন ধরে তাঁরা বিজেপিতে সাইড লাইনে রয়েছেন। এনিয়ে একাধিকবার পদ্ম পার্টির জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন ওইসব বিক্ষুব্ধ বিজেপি নেতা। এদিন আলিপুরদুয়ারে দলের রাজ্য সভাপতির সঙ্গে দেখা করেন জলপাইগুড়ির বিক্ষুব্ধ বিজেপি নেতারা। নিজেদের ক্ষোভের কথা শমীকবাবুকে জানান তাঁরা। এরপরই রাজ্য সভাপতি তাঁদের ময়নাগুড়ির সভায় আসতে বলেন। এদিন রাতে ময়নাগুড়িতে সভা শেষে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের দাবি, দলের কোনও কর্মী বসে নেই। যে কর্মী বসে আছেন, তিনিও বিজেপির পতাকা হাতে নিয়ে বসে আছেন। ছাব্বিশের ভোটে ওই কর্মীই বুথের বাইরে বসবেন। এদিকে, লাথি কাণ্ড থেকে ভিডিও ভাইরালের ঘটনা সামনে এনে বিজেপির জলপাইগুড়ি জেলা নেতৃত্বকে কাঠগড়ায় তুলতে ছাড়ছেন না দলের বিক্ষুব্ধ নেতা অলোক চক্রবর্তী। ময়নাগুড়ির সভায় যোগ দেওয়ার আগে তিনি বলেন, দলের জেলা নেতৃত্বে কিছু অসাধু ব্যক্তি আছেন। তাঁদের জন্যই দল কলুষিত হচ্ছে। নাম না করলেও এনিয়ে তিনি বিজেপির প্রাক্তন সভাপতি বাপি গোস্বামীকে নিশানা করেন। বর্তমান জেলা সভাপতি শ্যামল রায় দায়িত্ব পাওয়ার পর সবাইকে নিয়ে চলার কথা বললেও এখনও পর্যন্ত তাঁকে ফোন করেননি বলে তোপ দাগেন অলোক। এনিয়ে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বাপি গোস্বামী কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, আমি এখন জেলা সভাপতি নেই। যা বলার বর্তমান জেলা সভাপতি বলবেন। বিজেপির বর্তমান জেলা সভাপতি শ্যামল রায় বলেন, যে কেউ তাঁর মনের ভাব প্রকাশ করতে পারেন। এখন কে কেমনভাবে মনের ভাব প্রকাশ করবেন সেটা তাঁর বিষয়।
  • Link to this news (বর্তমান)