ফুটবল টুর্নামেন্টের জন্য ২০ হাজার দাবি!, কলেজের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে টাকা আদায়ের চেষ্টা, অভিযুক্ত টিএমসিপি
বর্তমান | ১৬ জুলাই ২০২৫
সংবাদদাতা, তুফানগঞ্জ: তুফানগঞ্জ কলেজে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে। তারজন্য কলেজ ফান্ড থেকে দিতে হবে ২০ হাজার টাকা। অভিযোগ, তা দিতে অস্বীকার করায় বেশকিছু ছাত্র মঙ্গলবার ঘণ্টা খানেক কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখে। এঁরা সকলেই তৃণমূল ছাত্র পরিষদের ঘনিষ্ঠ বলেই পরিচিত। বিদ্যুৎ না থাকায় বন্ধ থাকে যাবতীয় অফিসিয়াল কাজকর্ম। পরবর্তীতে তুফানগঞ্জ থানা থেকে পুলিস পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
এ ব্যাপারে তুফানগঞ্জ কলেজের প্রিন্সিপাল দেবাশিস চট্টোপাধ্যায় বলেন, শুধু এ এবারই নয় এর আগেও ওই ছেলেরা কলেজের সিসি ক্যামেরা ভেঙেছে। এমনকী পরীক্ষা চলাকালীন বিজ্ঞান বিভাগের এক ছাত্রকে প্রকাশ্য ক্যাম্পাসে মারধর করেছে। এদিন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কলেজ পরিচালন সমিতির সভাপতি ইন্দ্রজিৎ ধর বলেন, বিষয়টি নজরে এসেছে। এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের ব্যাপারে আলোচনায় বসে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিন এমন ঘটনা নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রণয় কার্জি বলেন, কলেজ ক্যাম্পাসের ভিতর এভাবে শিক্ষকদের হেনস্তা মেনে নেওয়া যায় না। টিএমসিপি’র ছেলেদের দৌরাত্মে শিকার শুধু প্রিন্সিপাল নয়, কলেজের ছাত্রছাত্রীরাও হচ্ছেন। কলেজ কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন করতে হবে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্পাদক দীপ্ত দে বলেন, অভিযুক্তদের চিহ্নিত করে কলেজ থেকে বহিষ্কার করার দাবি আমরা প্রিন্সিপালের কাছে রাখব।
এ নিয়ে যদিও তৃণমূল ছাত্র পরিষদের শহর সভাপতি শুভম সরকার বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখা হবে। তবে এ ধরনের ঘটনায় কেউ যুক্ত থাকলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।