বামনঝোরায় গার্ডওয়াল, দ্রুত ব্যবস্থার আশ্বাস বিএলআরও’র
বর্তমান | ১৬ জুলাই ২০২৫
সংবাদদাতা, নকশালবাড়ি: নকশালবাড়ির হাতিঘিষার হুচুই মল্লিক জোতে বামনঝোরা নদীর গতিপথ পরিবর্তন করে গার্ডওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্ষোভ জমেছে স্থানীয়দের মধ্যে। এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আসরাফ আনসারি। ভূমিদপ্তরও বিষয়টি জেনে উদ্বেগ প্রকাশ করেছে। এনিয়ে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন নকশালবাড়ির বিএলআরও দীপাঞ্জন মজুমদার। তিনি বলেন, এখনও লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেব। তাঁর সংযোজন, নদীর গতিপথ পরিবর্তন করে কিংবা অনুমতি ছাড়া নদীর উপর নির্মাণ করা যায় না।
সপ্তাহ খানেক ধরে গার্ডওয়াল গাঁথার কাজ শুরু হয়েছে। জমি মাফিয়ারা প্লটিংয়ের কাজ শুরু করেছে। এজন্য চাষের জমির উপর দিয়েই জুলুম করে রাস্তা করা হয়েছে বলে কৃষকদের অভিযোগ। তবে, নদীর গতিপথ এতটাই সংকীর্ণ করে দেওয়া হচ্ছে যে এটি নালার রূপ নিচ্ছে। এদিকে, নদীতে কৃত্রিম বাঁধ দেওয়ায় সেচের জন্য পর্যাপ্ত জল পাচ্ছেন না স্থানীয় কয়েকশো চাষি। যদিও পুরো বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন।
স্থানীয়দের অভিযোগ, এলাকার বাসিন্দা তৃণমূল কংগ্রেসের এক দাপুটে নেতার মদতেই চলছে এই অবৈধ কাজ। আগেও অবৈধভাবে কালভার্ট নির্মাণ করা হয়েছে। যদিও নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ঠিকাদার মুকুল মল্লিক বলেন, নদীর উপর কোনও কাজ হয়নি। নদীতে বাঁধ না থাকায় রাস্তা ধসে যাচ্ছে। সেজন্যই গার্ডওয়াল দেওয়া হচ্ছে। যদিও প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি বলে মেনে নিয়েছেন তিনি।
এই ঘটনায় তৃণমূলের কোনও নেতা জড়িত থাকলে রেহাই পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আসরাফ আনসারি। তিনি বলেন, অভিযোগ পেয়ে এলাকা পরিদর্শন করেছি। নদীতে কাজ করতে হলে সেচদপ্তরের অনুমতি নিতে হয়। গার্ডওয়াল নির্মাণকারীর কাছে তা নেই। এনিয়ে ব্লক প্রশাসনকে ব্যবস্থা নিতে বলব। নদীর গতিপথ পরিবর্তন করে প্লটিং হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। কৃষিনালার উপর কালভার্ট করা হয়েছে। সেটাও অবৈধ।