• পুলিসের তাড়া, অপহৃত ব্যবসায়ীকে ফেলে চম্পট, খয়রাশোলে উদ্ধার ঝাড়খণ্ডের পাথর কারবারি
    বর্তমান | ১৬ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: রীতিমতো ফিল্মি কায়দায় দুষ্কৃতীদের ধাওয়া করে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করল খয়রাশোল থানার পুলিস। প্রায় দু’ কিলোমিটার পথ অপহরণকারীদের পিছু নেয় তারা। শেষ পর্যন্ত মঙ্গলবার ভোরে পাঁচরা মোড় সংলগ্ন এলাকা থেকে ঝাড়খণ্ডের অপহৃত ওই পাথর ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। পুলিস জানিয়েছে, ব্যবসায়ীর নাম জামাল আনসারি। এদিনই তাঁকে ঝাড়খণ্ড পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। যদিও এই ঘটনায় এখনও কোনও গ্রেপ্তারি নেই। পুলিস সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়ীকে উদ্ধার করা সম্ভব হলেও অপহরণকারীরা চম্পট দিয়েছে। ঝাড়খণ্ড থানার পুলিসও অপহরণকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। জেলা পুলিস সুপার আমনদীপ বলেন, খয়রাশোল থানার পুলিসের তৎপরতায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পরে তাঁকে ঝাড়খণ্ড পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। 

    পুলিস সূত্রে জানা গিয়েছে, জামাল আনসারি ঝাড়খণ্ডের জামতাড়া জেলার বিন্দাপথ থানা এলাকার বাসিন্দা। পেশায় পাথর ব্যবসায়ী। অভিযোগ, সোমবার রাতে একদল দুষ্কৃতী তাঁকে অপহরণ করে। দুষ্কৃতীদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। পুলিস জানিয়েছে, অপহরণের অভিযোগ পেতেই তদন্তে নামে ঝাড়খণ্ড পুলিস। অপহৃত ব্যবসায়ীর হদিশ পেতে তারা বীরভূম জেলা পুলিসের কাছে সহযোগিতা চায়। সেই মতো ঝাড়খণ্ড লাগোয়া প্রতিটি থানাকে সতর্ক করা হয় জেলা পুলিসের তরফে। শেষ পর্যন্ত খয়রাশোল থানার পুলিস খবর পায় রাণিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে সন্দেহজনক একটি গাড়িট পাঁচড়া হয়ে পূর্ব বর্ধমানের দিকে রওনা দিচ্ছে। সেই গাড়িটির পিছু নেয় পুলিসের একটি টিম। প্রায় দু’ কিলোমিটার ধাওয়া করা হয়। পরিস্থিতি বেগতিক বুঝে দুষ্কৃতীরা ওই ব্যবসায়ীকে গাড়ি থেকে ফেলে দিয়ে পালিয়ে  যায়। পুলিস অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করার পর ঝাড়খণ্ড পুলিসের সঙ্গে যোগাযোগ করে। পরবর্তীতে এদিন সকাল নাগাদ ওই ব্যবসায়ীকে ঝাড়খণ্ড পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। 

    পুলিস সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই গাড়িতে চালক সহ প্রায় পাঁচজন দুষ্কৃতী ছিল। যদিও সঠিক কী কারণে তারা ওই পাথর ব্যবসায়ীকে অপহরণ করেছিল, তা অবশ্য স্পষ্ট নয়। এবিষয়ে ঝাড়খণ্ড পুলিসের সঙ্গে যোগাযোগ করা হলেও বিস্তারিত কোনও তথ্য মেলেনি। মনে করা হচ্ছে, ওই ব্যবসায়ীকে অপহরণ করে দুষ্কৃতীরা মোটা টাকা মুক্তিপণ আদায়ের ছক কষেছিল। যদিও খয়রাশোল থানার পুলিসের তৎপরতায় তা বানচাল হয়ে গিয়েছে।
  • Link to this news (বর্তমান)