• তৃণমূল পরিচালিত ভরতপুর ১ পঞ্চায়েত সমিতির ‌৯ কর্মাধক্ষ্যের বিরুদ্ধে অনাস্থা, তুমুল শোরগোল
    বর্তমান | ১৬ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, কান্দি: ভরতপুর ১ পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ডের নয় কর্মধাক্ষ্যর বিরুদ্ধে অনাস্থা আনল দলেরই ১৫ সদস্য। এনিয়ে এলাকায় শোরগোল পড়েছে। তবে ভরতপুর ১ ব্লক তৃণমূল সূত্রে জানানো হয়েছে, দলীয় সিদ্ধান্তেই এই অনাস্থা। কান্দির মহকুমা শাসক উৎকর্ষ সিং বলেন, অনাস্থার আবেদন এখনও আমার টেবিলে পৌঁছয়নি। আবেদনপত্র দেখে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

    প্রসঙ্গত, ২৩ সদস্যর ওই পঞ্চায়েত সমিতিতে তৃণমূল ১৭টি আসন পেয়েছিল। অপরদিকে কংগ্রেস ৫টি ও ১টি আসন পেয়েছিল নির্দল প্রার্থী। তবে পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচনের সময়ে তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। তৃণমূলের একাংশ কংগ্রেস ও নির্দল প্রার্থীর সমর্থন নিয়ে বোর্ড গঠন করে। পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন সলমা সুলতানা।

    বাসিন্দারা জানিয়েছেন, বোর্ড গঠনের পরেও তৃণমূলের সদস্যদের মধ্যে বনিবনা হচ্ছিল না। বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে উভয়পক্ষের মধ্যে মতবিরোধ দেখা যায়। পরবর্তীতে কংগ্রেস সদস্যরাও তৃণমূলে যোগ দেন। ফলে ওই পঞ্চায়েত সমিতি পুরোপুরি তৃণমূলের পরিচালনায় চলে আসে।

    তবে তারপরেও এদিন নয় কর্মধাক্ষ্যর বিরুদ্ধে অনাস্থা আনা হয়। পঞ্চায়েত সমিতির পুর্ত কর্মধাক্ষ্য আলি মহম্মদ খান বলেন, দলের নির্দেশ মতো আমরা মানুষের জন্য কাজ করে গিয়েছি। তাতে হয়তো দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মন যোগাতে পারিনি। দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভালো বুঝেছেন বলেই স্থায়ী সমিতি ভেঙে দেওয়ার আবেদন করেছেন।

    যদিও ব্লক তৃণমূল সূত্রে জানা গিয়েছে, পূর্ত কর্মধাক্ষ্যের দিদি আরেফা সুলতানা কংগ্রেসের জেলা পরিষদের সদস্য। তাঁরা একই বাড়িতে থাকেন। এক্ষেত্রে দলের কাছে বিষয়টি কাঁটা হয়ে দাঁড়াচ্ছিল। আবার সম্প্রতি পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মধাক্ষ্য নিলুফা ইয়াসমিনের ছেলে একটি অপরহণ মামলায় অভিযুক্ত হন। যে কারণে এলাকায় দলের ভাবমুর্তি নষ্ট হতে বসেছিল। ভরতপুর ১ ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলাম বলেন, দলের সিদ্ধান্ত মোতাবেক ন’ জন কর্মধাক্ষ্যের বিরুদ্ধে এদিন অনাস্থা আনা হয়েছে। এর পরবর্তী সিদ্ধান্তও দল বসে ঠিক করবে। ঘটনায় তৃণমূলের বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার বলেন, কর্মধাক্ষ্যদের বিরুদ্ধে অনাস্থা আনার সিদ্ধান্ত দলের ব্লক কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)