• ফুঁসছে ভাগীরথী, জলের তলায় নবদ্বীপের বিস্তীর্ণ এলাকার জমি
    বর্তমান | ১৬ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, নবদ্বীপ: ফুঁসছে ভাগীরথী। নবদ্বীপ ব্লকের বিস্তীর্ণ এলাকার জমি জলের তলায়। ভাসছে ফেরিঘাট পারাপারে বাঁশের মাচা। আরও বৃষ্টি হলে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। দু’দিন নাগাড়ে বৃষ্টিতে বৃদ্ধি পেয়েছে ভাগীরথীর জল। এখন নৌকা পারাপারের একমাত্র লোহার জেটিই ভরসা। গত ক›দিনে ভাগীরথীতে জল বৃদ্ধির জেরে নবদ্বীপ, মায়াপুর এবং স্বরূপগঞ্জ ফেরিঘাটে নৌকা ও লঞ্চে যাতায়াতের জন্য ব্যবহৃত বাঁশের মাচা ডুবে গিয়েছে। সে কারণে নবদ্বীপ ও মায়াপুর ফেরিঘাটে এখন নৌকা ভিড়ছে লোহার জেটিতে। জেটির যাওয়ার পথ সংকীর্ণ। আর এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রী, পড়ুয়া থেকে শুরু করে ঘুরতে আসা পূণ্যার্থী ও পর্যটকদের।

    নবদ্বীপ জলপথ পরিবহণ সমবায় সমিতির সভাপতি শশাঙ্ক হালদার বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে গত চার দিনে প্রায় তিন হাতের মতো জল বেড়ে গিয়েছে। নবদ্বীপ, স্বরূপগঞ্জ, মায়াপুর সমস্ত ফেরিঘাটের বাঁশের মাচাই ডুবে গিয়েছে। এখন একমাত্র ভরসা লোহার সংকীর্ণ জেটি। এর ফলে নৌকা আর লঞ্চ দুটির যাত্রীদের একসঙ্গে যাতায়াত করতে হচ্ছে। অতিরিক্ত চাপ পড়ছে লোহার জেটির উপর। তবে যেভাবে জল বেড়েছে তাতে অন্য সময় যত যাত্রী নৌকায় তোলা হতো, এখন তার চেয়ে কম নেওয়া হচ্ছে। 

    এদিকে ভাগীরথীর জল বেড়ে যাওয়ায় মাজদিয়া-পানশিলা পঞ্চায়েতে ফরেস্টডাঙার নদী তীরবর্তী পাটের জমিতে ভাগীরথীর জল ঢুকে পড়েছে। পঞ্চায়েতের সদস্য সুরজ চৌধুরী বলেন, বনকরধোপাদি ও পারমেদিয়া এই দু’টি মৌজার প্রায় দু’শো বিঘা জমিতে জল উঠেছে। আমার দু›বিঘা পাটের জমিতে জল জমে গিয়েছে। অনেকেই তাঁদের জমি থেকে পাট কেটে নিচ্ছেন। এভাবে জল বাড়তে থাকলে এই অঞ্চলের বিস্তীর্ণ এলাকার জমির ফসলের ক্ষতি হবে।

    নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তাপস ঘোষ বলেন, ভাগীরথীর জল বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী এলাকায় প্রায় চারশো বিঘা জমির ফসল জলের তলায়। বিশেষ করে মাজদিয়া পানশিলা পঞ্চায়েতের ফরেস্টডাঙা এবং মায়াপুর বামুনপুকুর-২ নম্বর পঞ্চায়েতের ইদ্রাকপুর মৌজায় বেশকিছু কৃষি জমি প্লাবিত। এছাড়া অতি বর্ষণে বহু কৃষি জমিতে জল জমে গিয়েছে। তাতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকদের বলেছি, যাঁরা এখনও শস্যবিমা করেননি তাঁরা অতি অবশ্যই সেটা করে ফেলুন। শস্যবিমা করা থাকলে অবশ্যই তাঁরা ক্ষতিপূরণ পাবেন। বিগত দিনেও ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণ পেয়েছেন।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)