• ঝাড়গ্রামের রাধানগরে ২১ জুলাইয়ের প্রচারের সামনের সারিতে মহিলারা
    বর্তমান | ১৬ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ২১জুলাইকে কেন্দ্র করে ঝাড়গ্রাম জেলাজুড়ে প্রস্তুতি সভা, পদযাত্রা হচ্ছে। মঙ্গলবার রাধানগর অঞ্চল তৃণমূলের উদ্যোগে পদযাত্রা আয়োজিত হয়। অঞ্চল নেতৃত্বের সঙ্গে এলাকার শতাধিক মহিলা ওই পদযাত্রায় অংশ নেন। জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারাণ্ডি, পঞ্চায়েত প্রধান কবিতা মুদি, তৃণমূলের ব্লক সভাপতি নরেন মাহাত, অঞ্চল সভাপতি বিদ্যুৎ ঘোষ ,অজিত মাহাতরা পদযাত্রায় পা মেলান।

    এদিন পদযাত্রাটি কেচন্দা প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পলিটেকনিক কলেজ মোড়ে শেষ হয়। শতাধিক মহিলা এই পদযাত্রায় অংশ নেওয়ায় জেলার তৃণমূল নেতৃত্ব উজ্জীবিত। মঙ্গলবার দুপুর ২টো থেকেই এলাকার খেটে খাওয়া মহিলারা পদযাত্রায় হাজির হয়ে যান। মহিলাদের স্লোগান স্লোগানে দীর্ঘ পথ মুখরিত হয়ে ওঠে। এদিন মিছিলে অংশ নেওয়া মহিলাদের অনেকেই জানান, জেলায় আবার খুনোখুনির রাজনীতি ফিরে আসুক, সেটা তাঁরা চান না। রাজনৈতিক সন্ত্রাসে ঘরের মেয়েদের সবচেয়ে বেশি মূল্য দিতে হয়েছে। পরিবারের পুরুষদের হারিয়ে তাঁদের অথৈ জলে পড়তে হয়। সংসার চালাতে হিমশিম খেতে হয়। এখন জেলায় শান্তি ফিরে এসেছে। রাজ্য সরকারের চেষ্টায় এলাকার মহিলারা স্বনির্ভর হয়ে উঠছেন। এলাকায় সন্ত্রাসের রাজনীতি আটকাতে তাঁরা বারবার পদযাত্রায় শামিল হবেন। রাধানগর পঞ্চায়েতের প্রধান কবিতা মুদি বলেন, জেলার মহিলারা সন্ত্রাসের রাজনীতি দেখেছেন। সন্ত্রাস চলাকালীন এই জেলায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এসেছেন। মানুষের পাশে দাঁড়িয়েছেন। ঝাড়গ্রাম পিছিয়ে পড়া এলাকা ছিল। বাম আমলে এখানকার মেয়েদের সামাজিক, আর্থিক অবস্থা করুণ ছিল। এখন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে বাড়তি রোজগার করছেন। মহিলারা রাজনীতির কারণে তাঁদের প্রিয়জনদের আর হারাতে চান না। এদিন মহিলারা সেই বার্তা দিতেই পদযাত্রায় সামিল হয়েছিলেন।পঞ্চায়েত সদস্যা রীনা দাস অধিকারী বলেন, ২১জুলাইয়ের সমাবেশে এলাকার মেয়েরা দল বেঁধে যাবেন। তৃণমূলের রাধানগর অঞ্চল সভাপতি বিদ্যুৎ ঘোষ বলেন, এলাকার মহিলারা এদিন দলে দলে পদযাত্রায় সামিল হয়েছিলেন। ধর্মতলায় শহিদ স্মরণ সমাবেশেও আমাদের এলাকার অনেক মহিলা উপস্থিত থাকবেন। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)