নিজস্ব প্রতিনিধি, বারাসত: ক’দিন পরেই তৃণমূল কংগ্রেসের ২১ জুলাইয়ের সভা। এখন বিভিন্ন এলাকা ধরে ধরে প্রস্তুতি নিচ্ছে তারা। এবার ধর্মতলার সমাবেশে রেকর্ড সংখ্যক কর্মী নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলা। প্রাথমিকভাবে টার্গেট নেওয়া হয়েছে ৫০ হাজার কর্মীর জমায়েত করার। প্রতিটি অঞ্চলকে সেই মতো টার্গেটও বেঁধে দিয়েছে নেতৃত্ব। আগের দিন সন্ধ্যা থেকেই কর্মীরা রওনা দেবেন বলে দলীয় সূত্রে খবর। স্বাভাবিকভাবে এই কর্মসূচি ঘিরে এখন সাজো সাজো রব বসিরহাট জেলা তৃণমূলে।
১৯৯৩ সালে ২১ জুলাই সচিত্র ভোটার কার্ডের দাবিতে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মিছিলের উপর নির্বিচারে গুলি চালানো হয়। তাতে ১৩ জন কংগ্রেস কর্মী নিহত হন বলে অভিযোগ। ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর প্রতি বছর ২১ জুলাই ‘শহিদ দিবস’ হিসেবে পালন করে তৃণমূল। স্বাভাবিকভাবে বসিরহাট সাংগঠনিক জেলার সর্বত্র তার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল।
এনিয়ে তৃণমূলের জেলা সভাপতি বরাহনুল মোকাদ্দিম ওরফে লিটন বলেন, আমাদের লক্ষ্য রয়েছে ৫০ হাজার কর্মী, সমর্থক নিয়ে যাওয়া। তাছাড়া অনেকে নিজেদের মতো করে যাবেন দিদির কথা শুনতে। তাই বিভিন্ন রুটের ২৫০টি বাস বুকিং করা হয়েছে। পাশাপাশি আরও ৪০০টি বাসের জন্য পরিবহণ দপ্তরের কাছে আবেদন করা হয়েছে। তার মধ্যে ২০০টি বাসের জন্য অগ্রিম ভাড়াও দেওয়া হয়ে গিয়েছে। হাড়োয়ার তৃণমূল নেতা আব্দুল হাই বলেন, ২১ জুলাই আমাদের কাছে আবেগের। ’২৬-এর বিধানসভা ভোটের আগে এটা শেষ ২১ জুলাই। তাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, তা শোনার জন্যই এখন প্রহর গুনছি।