নিজস্ব প্রতিনিধি, বারাসত: উত্তর ২৪ পরগনা জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শুরু হয়েছিল পুতুলনাচের কর্মশালা। উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গ শিশু কিশোর আকাডেমির সচিব মন্দাক্রান্তা মহালনবীশ, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক পল্লব পাল প্রমুখ। চারদিনের কর্মশালা গত শনিবার শেষ হয়েছে। ডিজিটাল দুনিয়ায় পুতুলনাচ প্রায় অতীত হতে বসেছে। বর্তমান প্রজন্মের অধিকাংশের কাছে তা কেবল গল্পকথা। তাই নয়া প্রজন্মকে পুতুলনাচের ঐতিহ্য বোঝাতে এবং চর্চায় আগ্রহী কতে তুলতে এই কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুতুলনাচের শিল্পী সুদীপ গুহ। তিনি চারদিন ধরে জেলার ৬৫ শিক্ষার্থীকে হাতেকলমে পুতুলনাচের খুঁটিনাটির তালিম দেন।