• বৃষ্টির জল জমে রাস্তা ও নর্দমা সমান ভাটপাড়ায়
    বর্তমান | ১৬ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: একটু বৃষ্টিতেই জল দাঁড়িয়ে যাচ্ছে ভাটপাড়া পুরসভার বিস্তীর্ণ এলাকায়। বিশেষ করে কল্যাণী এক্সপ্রেসওয়ে লাগোয়া ওয়ার্ডগুলির অবস্থা মারাত্মক। গত কয়েকদিনের টানা বৃষ্টির পর ভালোরকম জল জমে গিয়েছে সেখানে। জমা জলে রাস্তা আর নর্দমা এক হয়ে গিয়েছে। সেই নোংরা জল ভেঙেই যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। শিশুদের ওই জল পাড়িয়ে স্কুলে যেতে হচ্ছে। অনেকের চর্মরোগও হচ্ছে। 

    এদিকে, পূর্তসচিব অন্তরা আচার্য মঙ্গলবার নবান্নে কেএমডিএ, হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন, জেলাশাসক, কল্যাণী এক্সপ্রেসওয়ে লাগোয়া পুরসভার কর্তাব্যক্তিদের নিয়ে বৈঠক করেন। সেখানে এই সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পুজোর পরে শীতকালে নিকাশি নালা তৈরি করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। তার আগে জল বের করতে আপৎকালীন ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পূর্তসচিব।

    স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, আগে এত জল দাঁড়াত না। আর জল জমলেও বৃষ্টি হওয়ার কিছু পরে সেই জল বেরিয়ে যেত। কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ে তৈরি হওয়ার পর থেকে জল নিকাশিতে বড় সমস্যা দেখা দিয়েছে। শুধু ভাটপাড়া নয়, মোহনপুর, শিউলি, উত্তর দমদম এলাকাতেও জমা জলের মারাত্মক সমস্যা দেখা দিয়েছে।

    কেএমডিএ ইতিমধ্যে ভাটপাড়া এলাকার দুটি খালের সংস্কার করে জল বের করার চেষ্টা করছে। কিন্তু স্থায়ী সমাধান এখনও অধরা। কেএমডিএ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে জল বের করার জন্য খাল সংস্কার করা হচ্ছে ঠিকই। কিন্তু স্থায়ীভাবে নিকাশি নালা তৈরি না হলে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। কেএমডিএর ইঞ্জিনিয়াররাও স্বীকার করছেন, আগামী কয়েক মাস মানুষকে দুর্ভোগে ভুগতে হবে। ভাটপাড়া পুরসভার বাসিন্দাদের বক্তব্য, হাইওয়েটি উঁচু হয়ে গিয়েছে। অথচ জল নিষ্কাশনের কোন সুষ্ঠু পরিকল্পনা করা হয়নি। সেজন্য দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
  • Link to this news (বর্তমান)