দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের কাছে উদ্ধার ৫০ কেজি গাঁজা, গ্রেপ্তার চার যুবক
বর্তমান | ১৬ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বরানগর: মঙ্গলবার ভোরে বিপুল পরিমাণ গাঁজা সহ চার যুবককে দক্ষিণেশ্বর থানার পুলিস গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতদের কাছ থেকে ৫০ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও কিছু দেশীয় নেশার সামগ্রী উদ্ধার হয়েছে। ধৃতদের নাম সুমন বর্মন, দেবজ্যোতি আইচ, পার্থ দেবশর্মা ও মিঠুন রায়। সুমনের বাড়ি কোচবিহারের কুমারগঞ্জের শিকারপুর, দেবজ্যোতির ধুমপুর, পার্থের বাড়ি চৌপথি ও মিঠুনের বাড়ি সাহেবগঞ্জ।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা কোচবিহার থেকে কয়েক লক্ষ টাকার গাঁজা নিয়ে ট্রেন পথে দক্ষিণেশ্বরে এসেছিল। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে লাগোয়া দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের পার্কিংয়ে তাঁরা ওই গাঁজা নিয়ে অপেক্ষা করছিল। প্যাকেট বন্দি গাঁজা পার্কিং চত্বরের অদূরে রাখা ছিল। বড় বড় ১০টি প্যাকেট সহ চার যুবক সন্দেহজনক ভাবে ঘুরছে, বলে জানতে পারে পুলিস।
দক্ষিণেশ্বর থানার ওসি সিদ্ধার্থ মিশ্রের নেতৃত্বে অভিযান চালিয়ে যুবকদের হাতেনাতে ধরা হয়। উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। প্রাথমিকভাবে পুলিস জেনেছে, বনগাঁ কিংবা বসিরহাটে গাঁজা পাঠানোর ছক কষা হয়েছিল। তবে এই ঘটনায় রেল পুলিসের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
বারাকপুরের ডেপুটি পুলিস কমিশনার (দক্ষিণ) অনুপম সিং বলেন, ধৃতদের জেরা করে জানার চেষ্টা হচ্ছে, ওই গাঁজা কোথায় পাচার করা হতো, চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে।