• খাদ্যদপ্তরে চাকরির নাম করে প্রতারণার অভিযোগে ধৃত ২
    বর্তমান | ১৬ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাদ্যদপ্তরে চাকরি দেওয়ার নাম করে ১ লক্ষ ৯০ হাজার টাকা প্রতারণার অভিযোগে সোমবার দু’জনকে গ্রেপ্তার করল নিউ মার্কেট থানার পুলিস। ধৃতদের নাম অনুপ মণ্ডল ও সুখেন্দু সিনহা। বুধবার ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হলে বিচারক পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এক যুবকের সঙ্গে আলাপ হয়েছিল অভিযুক্তদের। অনুপ ও সুখেন্দু তাঁকে বলেন, তাঁদের সঙ্গে বিভিন্ন সরকারি অফিসের আধিকারিকদের যোগাযোগ রয়েছে। প্রয়োজনে চাকরির ব্যবস্থা করে দিতে পারেন। অভিযোগ, এরপর খাদ্য‌দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তাঁরা ওই যুবকের কাছ থেকে নগদ ও অনলাইনে ১ লক্ষ ৯০ হাজার টাকা নেন।

    সরকারি আইনজীবী এদিন আদালতে বলেন, বিশ্বাস অর্জনের জন্য অভিযুক্তরা ওই যুবককে একটি ভুয়ো নিয়োপপত্র দেন। তা নিয়ে তিনি খাদ্যদপ্তরে চাকরির জন্য গেলে সেখান থেকে বলা হয়, সেটি জাল। পুলিসে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে তদন্তে নেমে পুলিস দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। এদিন ধৃতদের তরফে জামিনের আর্জি জানানো হয় আদালতে। সরকারি আইনজীবী তার জোরালো আপত্তি জানান। বিচারক মামলার কেস‑ডায়েরি খতিয়ে দেখে ধৃতদের জামিনের আবেদন নাকচ করে দেন। 
  • Link to this news (বর্তমান)