• দীর্ঘদিন ধরে হয়নি নির্বাচন, বারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডে বিক্ষোভ তৃণমূলের
    বর্তমান | ১৬ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি বারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডে। ফলে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেটের মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন নথি পেতে এলাকার বাসিন্দাদের কালঘাম ছুটে যাচ্ছে। অন্যান্য পুরসভা এলাকায় নাগরিকরা যে ধরনের পরিষেবা পেয়ে থাকেন, মিলছে না সেসবও। এমনকী, রাজ্য সরকারের বিভিন্ন স্কিম বা প্রকল্পগুলি লাগু হয়নি ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায়। হয় না ‘দুয়ারে সরকার’ ক্যাম্প। ফলে সমস্যায় পড়েছেন ক্যান্টনমেন্ট বোর্ডের প্রায় ৪০ হাজার মানুষ। বাংলার কোনও পুরসভা এলাকার নাগরিককে জলকর না দিতে হলেও এখানে তা দিতে হয়। বেড়েছে সম্পত্তি করের পরিমাণ। এসব ইস্যুতে প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার দুপুরে ক্যান্টনমেন্ট বোর্ড অফিসের সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। 

    বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সাংসদ পার্থ ভৌমিক সহ নোয়াপাড়া বিধানসভা এলাকার তৃণমূল নেতারা। পার্থবাবু বলেন, ‘এই ক্যান্টনমেন্ট বোর্ড দেশের মধ্যে সবচেয়ে প্রাচীন। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে চলে। বর্তমানে এই বোর্ডে কোনও নির্বাচিত প্রতিনিধি নেই। দীর্ঘদিন নির্বাচন হয় না। একেবারে স্বৈরাচারী পদ্ধতিতে বোর্ড চলছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘ রাজ্যের কোনও পুরসভায় জলকর নেই। এখানে মানুষকে জলের জন্য  কর দিতে হয়। কোনওরকম নাগরিক পরিষেবা কেউ পায় না। আমি নিজে বিষয়টি নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলেছি। তিনি বিবেচনার আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি।’ বিক্ষোভের পরে তৃণমূলের ১১ জনের একটি প্রতিনিধি দল ক্যান্টনমেন্ট বোর্ডের সিইও জ্যোতি কাপুরের সঙ্গে দেখা করে। সমস্যার কথা উল্লেখ করে একটি স্মারকলিপিও তুলে দেন তাঁরা। সিইও সমস্যাগুলি মেটানোর আশ্বাস দিয়েছেন বলেই দাবি তৃণমূল নেতাদের।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)