• সাউথ সিঁথিতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
    বর্তমান | ১৬ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিঁথি থানা এলাকায় বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিস। মৃতের নাম সঞ্জয় দত্ত (৩৩)। সাউথ সিঁথি রোডের বাসিন্দা তিনি। তাঁর বাড়ির তিনতলার একটি ঘরে তাঁকে ঝুলতে দেখেন প্রতিবেশীরা। মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিঁথি থানার পুলিস। যুবককে উদ্ধার করে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, সম্ভবত অবসাদে ভুগছিলেন যুবক। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। আজ, বুধবার ময়নাতদন্ত হওয়ার কথা। প্রাথমিকভাবে তদন্তকারীদের ধারণা, আত্মঘাতীই হয়েছেন যুবক। 
  • Link to this news (বর্তমান)