নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট ঘিরে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি। সোমবার সল্টলেক মহিষবাথান এলাকার ওই ব্যক্তি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, ‘বিজেপি ওয়েস্ট বেঙ্গল’ নামে এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করা হয়েছে। গুজব ছড়ানো হচ্ছে বিকৃত তথ্য দিয়ে। আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি, তিনি ওই পোস্টটি রিমুভ করারও দাবি জানিয়েছেন। পুলিস সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।