নিজস্ব প্রতিনিধি, বারাসত: গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রুপোপাচার রুখল বিএসএফ। স্বরূপনগরের বিথারিতে মোটরসাইকেলের টায়ারে লুকানো প্রায় ১৭ কিলো রুপো উদ্ধারের পাশাপাশি চোরাকারবারিকে পাকড়াও করেছে বিএসএফ। উদ্ধার হওয়া রুপোর আনুমানিক মূল্য প্রায় সাড়ে ১৬ লক্ষ টাকা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিন বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা বিথারি এলাকায় রুপোপাচারের একটি তথ্য পান। শুরু হয় কড়া চেকিং। সকাল ১১টা নাগাদ এক বাইক আরোহীকে আটকায় বিএসএফ। শুরু হয় তল্লাশি। তাতে সামনে ও পিছনের টায়ারে টিউবের ভিতরে লুকনো ১৪টি প্যাকেটে ১৬.৭১ কিলো রুপোর সামগ্রী উদ্ধার হয়। ধৃত বিএসএফকে জানায়, বিথারি বাজারের এক ব্যক্তির কাছ থেকে সে ১৪ প্যাকেট রুপোর অলঙ্কার পেয়েছিল। হাকিমপুরের এক ব্যক্তিকে সেগুলি তুলে দিতে যাচ্ছিল সে।