রাজারহাটে ভাড়ার নামে প্রতারণা, ধৃত উত্তরপ্রদেশের যুবক
বর্তমান | ১৬ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অ্যাপার্টমেন্ট ভাড়া দেওয়ার নামে প্রতারণার অভিযোগে উত্তরপ্রদেশের এক যুবককে গ্রেপ্তার করল ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিস। নয়ডা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম অনুপম প্রসাদ। রাজারহাটে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়ার জন্য একটি কোম্পানি অনুপমের সঙ্গে যোগাযোগ করেছিল। ভাড়ার জন্য অগ্রিম ২ লক্ষ ৪০ হাজার টাকাও দেওয়া হয়েছিল। কিন্তু, বাস্তবে কোনও অ্যাপার্টমেন্ট ভাড়া পায়নি ওই কোম্পানি। তারপরই ওই কোম্পানির পক্ষ থেকে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। এফআইআরে অনুপমের নামও ছিল। ওই ঘটনার তদন্তে নেমে অনুপমকে গ্রেপ্তার করে পুলিস।