• Breaking News Live: বোকারোয় পুলিশ ও মাওবাদীদের গুলির লড়াই, নিহত ২ মাওবাদী ও CRPF জওয়ান
    এই সময় | ১৬ জুলাই ২০২৫
  • ঝাড়খণ্ডের বোকারো জেলায় বুধবার ভোর থেকে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই শুরু হয়েছে। ঝাড়খণ্ড পুলিশের বোকারো জ়োনের আইজি ক্রান্তিকুমার গডিদেশী জানান, সংঘর্ষে দুই মাওবাদী এবং CRPF-এর কোবরা বাহিনীর এক জওয়ান নিহত হয়েছেন।

    পুলিশ জানিয়েছে, ভোর সাড়ে পাঁচটা থেকে গুলির লড়াই চলছে গোমিয়া ব্লকের যোগেশ্বর বিহার থানা এলাকার কাশীটাঁড়ে। সূত্রের খবর, মাওবাদী নেতা বীরসেন ও তাঁর কয়েকজন সঙ্গীকে ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। বোকারো জেলার পুলিশ সুপার হরবিন্দর সিং জানিয়েছেন, মাওবাদীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছিল। আচমকাই মাওবাদীরা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। পাল্টা গুলি চালায় জওয়ানরা।

    সোমবার এক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় ফৌজা সিংয়ের। কিংবদন্তি ম্যারাথন দৌড়বিদ মৃত্যুর ঘটনায় কর্তারপুর থেকে গ্রেপ্তার এক অনাবাসী ভারতীয়।

    বিস্তারিত —

    দিল্লির দু’টি স্কুলে বোমা হামলার হুমকি। দ্বারকার সেন্ট থমাস স্কুল এবং বসন্ত ভ্যালি স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি কল আসে এ দিন সকালে। এর আগে ১৪ জুলাই দ্বারকা সেক্টর ১৬-এর সিআরপিএফ পাবলিক স্কুল এবং চাণক্যপুরীর নেভি স্কুলেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। স্কুলগুলি ছাড়াও দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন কলেজেও মঙ্গলবার একটি বোমা হামলার হুমকি মেইল আসে। কলেজ চত্বরে চারটি আইইডি এবং দুটি প্যাকেট আরডিএক্স পুঁতে রাখা হয়েছে বলে সতর্ক করা হয়েছিল।

    ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খুনে আরও এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম জাকিরউদ্দিন গাজী ওরফে জাকির মোল্লা। জাকিরউদ্দিন ভাঙড়ের চন্দনেশ্বর থানার অন্তর্গত মাধবপুরের নারায়নপুর এলাকার বাসিন্দা। রাজ্জাককে হত্যার ঘটনায় একটি পাইপগান ও ধারালো চপার এনেছিল জাকির। তদন্তে নেমে পুলিশ নিশ্চিত হয়েছে, এই খুনের ঘটনায় ইতিমধ্যে ধৃত মোফাজ্জেল টাকার বিনিময়ে তাকে খুনের জন্য ভাড়া করে।

    আমেরিকার হোয়াইট হাউস কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হলো। হোয়াইট হাউসের নর্থ লনের ফেন্সিংয়ে কোনও একটি বস্তু আচমকা ছোড়া হয় বলে অভিযোগ। নিরাপত্তার খাতিরে সঙ্গে সঙ্গে হোয়াইট হাউস বন্ধ করে দেওয়া হয়। পরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানান, ফেন্সিংয়ের উপর একটি মোবাইল ছুড়ে ফেল হয়েছিল।

    ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে আজ কলকাতায় ‘মহামিছিল’ তৃণমূল কংগ্রেসের। এই মিছিলের নেতৃত্ব দেবেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিল  কলজে স্কোয়ার থেকে শুরু হয়ে পৌঁছবে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে। মিছিল শেষে বক্তৃতাও করার কথা মমতার। বলতে পারেন অভিষেকও।

    আজ, বুধবার সকালে কলকাতা এবং তার লাগোয়া ৫ টি জেলায় সামান্য বৃষ্টিপাত চলবে। তারপর বৃষ্টি অনেকটাই কমে যাবে। গভীর নিম্নচাপের মূল অংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরে গিয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করে শক্তি হারিয়েছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ঝাড়খণ্ড পেরিয়ে দক্ষিণ বিহার হয়ে উত্তরপ্রদেশের দিকে যাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

  • Link to this news (এই সময়)