• বনগাঁ শাখার রেললাইন থেকে উদ্ধার যুগলের দেহ, তদন্তে পুলিশ
    এই সময় | ১৬ জুলাই ২০২৫
  • শিয়ালদহ-বনগাঁ শাখায় বিরাটি ও দুর্গানগর স্টেশনের মাঝখানে রেললাইন থেকে উদ্ধার হলো যুগলের দেহ। মঙ্গলবার রাতের ঘটনা। পুলিশ সূত্রের খবর, এখনও পর্যন্ত ওই যুগলের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ দু'টি উদ্ধার করে রেল পুলিশ। ওই যুগল আত্মহত্যা করেছেন বলেই পুলিশের প্রাথমিক অনুমান। দু’জনের দেহই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে আত্মহত্যা, না খুন তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে বলে জানিয়েছে রেল পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে বারাসত জিআরপি।

    রেল পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বিরাটি স্টেশনের কাছে ডাউন ঠাকুরনগর-শিয়ালদা লোকাল ট্রেনের ধাক্কায় ওই যুগলের মৃত্যু হয়। ওই ট্রেনের চালক ও গার্ড জানিয়েছে, রেললাইনে দাঁড়িয়ে থাকা ওই যুগল আচমকাই ট্রেন দেখতে পেয়ে রেল পোষ্টের কাছে চলে আসেন। সেই সময়ে গতি বেশি থাকায় চালক ট্রেন থামাতে পারেননি।

    ঘটনাস্থলে থেকে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় রেল পুলিশ দুটি দেহ উদ্ধার করে। রেল পুলিশ সূত্রের খবর, ঘটনার সময়ে মহিলার পরনে ছিল লাল পাড়, হলদে খয়েরি রঙের বাটিক প্রিন্টের শাড়ি। তাঁর উচ্চতা আনুমানিক ৫ ফুট। পুরুষের পরনে ছিল ছাই রংয়ের ট্রাউজার্স। তাঁর উচ্চতা আনুমানিক সাড়ে ৫ ফুট।

    স্থানীয়দের দাবি, ওই যুগল একে অন্যের হাত ধরে রেললাইনে দাঁড়িয়ে ছিলেন। ডাউন লাইনে ট্রেন আসতেই তাঁরা ট্রেনের সামনে চলে যান। শিয়ালদা বনগাঁ ও বারাসত হাসনাবাদ শাখা সংলগ্ন সমস্ত থানায় মৃত যুগলের ছবি পাঠানো হয়েছে তাঁদের শনাক্ত করার জন্য। পুলিশ জানিয়েছে, ওই যুগলের কাছ থেকে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গিয়েছে।

  • Link to this news (এই সময়)