• নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনায় দোষীর ২৫ বছরের জেল
    বর্তমান | ১৬ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: অষ্টম শ্রেণির নাবালিকা এক ছাত্রীকে যৌন নিগ্রহের ঘটনায় অভিযুক্ত টোটোচালককে দোষী সাব্যস্ত করল আদালত। তার ২৫ বছরের জেলের সাজা ঘোষণা করেছেন বিচারক। আজ, বুধবার জলপাইগুড়ির বিশেষ পকসো আদালতের বিচারক রিণ্টু শূর ওই সাজা ঘোষণা করেন। নজিরবিহীনভাবে অভিযোগ দায়েরের মাত্র ৫ মাসের মধ্যে এই মামলার সাজা হল। জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়েরের ৬ দিনের মধ্যে তদন্ত শেষ করে আদালতে মামলার চার্জশিট জমা দিয়েছিল পুলিস। একমাসের মধ্যে আদালতে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহে ঘটনাটি ঘটে। সেই সময়ে স্কুলে নিয়ে যাওয়ার পথে অভিযুক্ত টোটোচালক ওই ছাত্রীকে জোর করে তিস্তা পাড়ে নিয়ে যায়। সেখানেই তাকে ধর্ষণ করে। ঘটনার পর ছাত্রীর স্কুল ব্যাগে প্রেগনেন্সি কিট পাওয়া যায়। এক বান্ধবীকে দিয়ে ছাত্রীর ব্যাগে অভিযুক্ত টোটোচালক ওই কিট দিয়ে দিয়েছিল বলে দাবি করেন নির্যাতিতার মা। গত ৮ ফেব্রুয়ারি থানায় অভিযোগ দায়ের হয়। তারপরেই মাত্র পাঁচ মাসের মধ্যে সাজা পেয়েছেন অভিযুক্ত টোটোচালক। এদিন আদালতের রায়ে খুশি নির্যাতিতার মা। তিনি বলেন, স্বামী নেই। আমি পরিচারিকার কাজ করে সংসার চালাই। মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছিল তার উপযুক্ত শাস্তি চেয়েছিলাম। বিচার ব্যবস্থার উপর আস্থা ছিল। পাঁচ মাসের মধ্যে আদালত দোষীর সাজা ঘোষণা করায় আমি খুশি।  
  • Link to this news (বর্তমান)