• ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, চাঞ্চল্য জলপাইগুড়িতে
    বর্তমান | ১৬ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: স্ত্রীর গলার নলি কেটে খুন করে আত্মঘাতী স্বামী। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির খড়িয়া পঞ্চায়েতের গদাধর কলোনি এলাকায়। আজ, মঙ্গলবার সকালে ঘরের ভিতর থেকে তাঁদের দেহ উদ্ধার হয়। মৃতদের নাম সন্তোষ রায় বর্মন (৫৫) ও নীলা বর্মন (৪৭)। গত কয়েকমাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন সন্তোষবাবু। স্ত্রীকে সন্দেহ করতেন, তারই জেরে এই ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। খড়িয়া পঞ্চায়েতের উপপ্রধান মনোজ ঘোষ বলেন, স্ত্রীর দেহ খাটে ছিল। ফল কাটার ছুরি দিয়ে তাঁর গলায় কোপ মারা হয়েছে। রক্তে ভেসে গিয়েছে বিছানা। পাশেই গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিলেন সন্তোষ।স্থানীয় পঞ্চায়েত সদস্য রত্না ধর বলেন, এদিন সকালে খবর পেয়েই ওই বাড়িতে যাই। খুবই মর্মান্তিক ঘটনা। ওই দম্পতির তিন ছেলে রয়েছে। তারা পাশের ঘরে ঘুমাচ্ছিল। সকালে কাজে যাওয়ার আগে এক ছেলে মাকে ডাকতে যায়। ঘরের দরজা তখন ভেজানো ছিল। ওই দরজা ঠেলে ছেলে ঘরের ভিতরে ঢুকতেই বাবা ও মাকে ওই অবস্থায় দেখে চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে তার অন্য দুই ভাইও চলে আসে। চলে আসেন প্রতিবেশীরাও। খবর দেওয়া হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। পুলিস এসে দেহ উদ্ধার করে ও জলপাইগুড়ি মেডিক্যালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা ওই দম্পতিকে মৃত বলে ঘোষণা করেন। এরপর ময়নাতদন্তের জন্য দেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে। কিছুদিন আগেই জলপাইগুড়ির পান্ডাপাড়ায় স্ত্রীকে  খুন করে এক রেলকর্মী আত্মঘাতী হন। সেক্ষেত্রেও খুনের কারণ হিসেবে উঠে আসে সন্দেহের বিষয়টি। 
  • Link to this news (বর্তমান)