বড় স্বস্তি মাদ্রাসা গ্রুপ-ডি চাকরিপ্রার্থীদের, নিয়োগে ছাড়পত্র কলকাতা হাইকোর্টের
বর্তমান | ১৬ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান। মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি পার্থসারথি সেন আজ, বুধবার এই নির্দেশ দিয়েছেন। আগামী ২১ দিনের মধ্যে নিয়োগ পরীক্ষার ফলপ্রকাশ করতে হবে বলে জানিয়েছেন বিচারপতি পার্থসারথি সেন। আদালতের এই রায়ে বড় স্বস্তিতে চাকরিপ্রার্থীরা।২০০৯-১০ সালে তৎকালীন বাম সরকারের আমলে গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে মাদ্রাসা সার্ভিস কমিশন। তারপরের বছর হয় পরীক্ষা। কিন্তু পরীক্ষার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে একাধিক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলার জটেই এতদিন থমকে ছিল নিয়োগ প্রক্রিয়া। পরীক্ষার্থীদের একাংশ প্রথম পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিল। ফলে মাদ্রাসা সার্ভিস কমিশন ফের পরীক্ষা নেয়। তবুও মামলা পিছু ছাড়েনি। সব পক্ষের সওয়াল-জবাব শেষে এদিন বিচারপতি পার্থসারথি সেন স্পষ্ট জানিয়ে দেন, আর কোনও আইনি বাধা নেই। ২৯২টি শূন্যপদে নিয়োগের পথ এবার সুগম হল।