• হাইকোর্টে বেকসুর খালাসের আবেদন আরজি কর কান্ডের দোষী সঞ্জয় রায়ের
    দৈনিক স্টেটসম্যান | ১৬ জুলাই ২০২৫
  • হাই কোর্টে বেকসুর খালাসের আবেদন করেছেন আরজি কর কান্ডের দোষী সঞ্জয় রায়। সঞ্জয়ের সেই মামলা গ্রহণ করেছে হাইকোর্ট। সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী প্রমাণ করে যাবজ্জীবন কারাদন্ডের শাস্তি দিয়েছিল নিম্ন আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সঞ্জয়ের মৃত্যুদন্ড দাবি করে আবেদন করেছিল হাই কোর্টে। সঞ্জয় আবার সিবিআইয়ের আবেদনকে চ্যালেঞ্জ জানিয়ে বেকসুর খালাসের মামলা করেছেন।

    বুধবার বিচারপতি মহম্মদ শব্বর রশিদি এবং বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সিবিআইয়ের মামলা এবং সঞ্জয়ের দায়ের করা মামলার শুনানি একসঙ্গে হবে। মামলার শুনানি শুরু হবে আগামী সেপ্টেম্বর মাস থেকে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)