• ‘সব ভাষাকেই সম্মান করি’, বিজেপিকে ভাষা সাম্যবাদ শেখালেন মমতা
    প্রতিদিন | ১৬ জুলাই ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সব ভাষাকেই সম্মান করি। কিন্তু বাংলা ভাষা ও বাংলার অসম্মানকে বরদাস্ত করা হবে না।’ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জোরালোভাবে এদিন এই বার্তাই দিলেন। বিজেপিশাসিত একাধিক রাজ্যে বাংলাদেশি সন্দেহে বাংলার একাধিক পরিযায়ী শ্রমিককে গ্রেপ্তার করে অত্যাচারের অভিযোগ উঠেছে। অনেককে বাংলাদেশে পুশব্যাক করার অভিযোগও উঠেছে। সেসব ঘটনার প্রতিবাদে তৃণমূল নেত্রী পথে নামলেন। ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের সভামঞ্চ থেকে বিজেপিশাসিত রাজ্য ও গেরুয়া শিবিরকে নিশানা করলেন মমতা। বাংলায় বিভিন্ন ভাষাভাষীর মানুষ বাস করেন, বহু ভাষায় মানুষ কথা বলেন। সকল ভাষাকেই সম্মান করা হয়। কিন্তু বাংলা ভাষার অসম্মান বরদাস্ত করা হবে না। বিজেপিকে এদিন ভাষা সাম্যবাদ শেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    সাম্প্রতিক অতীতে দিল্লি, মহারাষ্ট্র-সহ একাধিক বিজেপিশাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের গ্রেপ্তার করা হয়েছে। বাংলায় কথা বললেই অনুপ্রবেশকারী বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘটনার তীব্র প্রতিবাদ আগেই করেছিলেন। এবার সেই ইস্যুতে পথে নামল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিন কলকাতার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল হয়। সেই মিছিলেই হেঁটেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য মন্ত্রী-নেতারা। মিছিলের শেষে তৃণমূল সুপ্রিমো রীতিমতো আক্রমণাত্মক মেজাজে ছিলেন। সেখানেই বিজেপিকে নিশানা করলেন তিনি।

    এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমরা সব ভাষাকেই সম্মান করি। যারা ভারতের নাগরিক, তাঁদের সকলকে আমরা সম্মান করি। কিন্তু বাঙালির অপমান মানব না। অত্যাচার সহ্য করা হবে না।” বিজেপি বরাবর বিভেদের রাজনীতি করে, ভাষা বিভেদের রাজনীতি করা হচ্ছে বলেও মুখ্যমন্ত্রী এদিন নিশানা করেন। বাংলায় বহু ভাষাভাষির মানুষ বাস করেন। দেশের সব ভাষা ও মানুষদের বাংলা সম্মান করে। কিন্তু কোনওভাবেই বাংলা ভাষার অসম্মান মেনে নেওয়া যাবে না। ভিনরাজ্যে বাঙালির অপমান মেনে নেওয়া হবে না। এদিন পরিষ্কার এই বার্তা দিয়েছেন মমতা। বাংলায় ভাষার সাম্যবাদ আছে। এদিন মঞ্চ থেকে বিজেপিকে ভাষা সাম্যবাদের পাঠ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

    তিনি আরও বলেন, “জমিদারি নাকি? বাংলা বললেই বাংলাদেশি রোহিঙ্গা বলবেন? হেনস্তা করা হচ্ছে, যাদের সকলের কাগজপত্র আছে। শুনে রাখুন, যারা এখান থেকে কাজ করতে বাইরে যান, দক্ষতা আছে বলে তাঁদের নিয়ে যাওয়া হয়। ওরা বাংলায় থাকলে অনেক ভালো থাকত। কিন্তু তাঁরা গিয়েছে। কোন অধিকারে তাঁদের উপর অত্যাচার করা হবে?” খাবারের অভ্যাসেও বিজেপি হস্তক্ষেপ করছে। কোনওভাবেই বিজেপির এই রাজনীতি মেনে নেওয়া যাবে না। সেই কথাও এদিন বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • Link to this news (প্রতিদিন)