বাংলায় কথা বললেই বের করে দেওয়া হচ্ছে? কেন্দ্রের জবাব তলব হাই কোর্টের
প্রতিদিন | ১৬ জুলাই ২০২৫
গোবিন্দ রায়: বিজেপিশাসিত রাজ্যে বাঙালি হেনস্তায় উদ্বিগ্ন কলকাতা হাই কোর্ট। বাংলায় কথা বললে কেন বের করে দেওয়া হচ্ছে, সে প্রশ্ন তুলে কেন্দ্রের জবাব তলব করলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। আগামী ২৩ জুলাই দুপুর দু’টোয় মামলার পরবর্তী শুনানি। ওইদিনই কেন্দ্রের জবাব তলব করা হয়েছে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]