কেনিয়া থেকে কলকাতায় দু’কোটির কোকেন! গ্রেপ্তার ২ মহিলা, ফের সক্রিয় আন্তর্জাতিক মাদক পাচারচক্র?
প্রতিদিন | ১৬ জুলাই ২০২৫
অর্ণব আইচ: আন্তর্জাতিক পাচারচক্রের হদিশ! কেনিয়া থেকে কলকাতায় মাদক পাচার। দু’কোটি টাকা কোকেন পাচারের অভিযোগে গ্রেপ্তার মহিলা-সহ দুই। দু’জনকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় সংস্থা নারকোটিক কন্ট্রোল ব্যুরো। আরও দু’জনের খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছ, ধৃতদের নাম অনির্বাণ মল্লিক ও জয়িতা সাহা। অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। কীভাবে সুদূর কেনিয়া থেকে মাদক পাচার হল কলকাতায়? পার্সেলের মাধ্যমে আন্তর্জাতিক কোকেন পাচারচক্র কেনিয়া থেকে কোকেন কলকাতায় নিয়ে আসে। মধ্য কলকাতার ফরেন পোস্ট অফিসে চারটি পার্সেল আসে। সেগুলি দেখে সন্দেহ হওয়ায় এনসিবিকে জানানো হয়। এনসিবি সেটিকে বাইরে থেকে পরীক্ষা করার পর বুঝতে পারে, ভিতরে রয়েছে মাদক। ওই পার্সেল খোলার পর দেখা যায়, পাচার করা হয়েছে কোকেন। চারটি পার্সেলে চারটি ঠিকানা ছিল।
সেই সূত্র ধরেই চারজনের সন্ধান চালায় এনসিবি। সেই সূত্রেই অনির্বাণ ও জয়িতাকে এনসিবি গ্রেপ্তার করে। জানা গিয়েছে, পার্সেলে প্রায় সোয়া দু’কিলো বিদেশি মাদক কোকেন পাচার করা হয়। যার বাজারমূল্য দু’কোটি টাকা। পার্সেলে বাকি দুই ঠিকানার সূত্র ধরে বাকি দু’জনের সন্ধান চলছে বলে জানিয়েছে এনসিবি।