পশ্চিমবঙ্গে নথি যাচাই হলে ভোটার লিস্টে ৯০ লক্ষ রোহিঙ্গা বেরোবে: শুভেন্দু অধিকারী
হিন্দুস্তান টাইমস | ১৬ জুলাই ২০২৫
ভিনরাজ্যে বাংলাভাষীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে যখন পথে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তখনই পালটা রোহিঙ্গা মুসলমানদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর অভিযান করলেন বিজেপি বিধায়করা। বুধবার দুপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভা থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর পর্যন্ত মিছিল করেন বিজেপি বিধায়করা। তবে মিছিলে ছিল না কোনও দলীয় পতাকা। জাতীয় পতাকা ও ব্যানার প্ল্যাকার্ড হাতে মিছিল করেন তাঁরা।
এদিন কমিশনের দফতরে পৌঁছে শুভেন্দুবাবু বলেন, ‘মহিলাদের মমতা বন্দ্যোপাধ্যায় আশ্রয় দিতে চান। ভুয়ো আধার কার্ড, ভুয়ো এপিক বানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ভারতকে শেষ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের দাবি বিহারের মতো পশ্চিমবঙ্গতেও ভোটার তালিকা থেকে সমস্ত রোহিঙ্গা মুসলমানের নাম বাদ দিতে হবে। বিহারে যদি ৩০ লক্ষ বেরোয় এখানে ৯০ লক্ষ বেরোবে। আমরা কোনও ভারতীয় বিরুদ্ধে নই। আমরা হিন্দু, মুসলিম, শিখ, খ্রীষ্টান, জৈন, পারসিক, বৌদ্ধ কারও বিরুদ্ধে নই। কিন্তু এই বাংলায় কোনও রোহিঙ্গা মুসলমানকে আমরা ভোটার তালিকায় থাকতে দেব না। আনসারউল বাংলার সাদ শেখ ৩ বার তৃণমূলকে ভোট দিয়েছে।’