• টানা বৃষ্টি, DVCর ছাড়া জলে বন্যার আশঙ্কা, ৪ জেলায় নজরদারিতে বিশেষ টিম নবান্নের
    হিন্দুস্তান টাইমস | ১৬ জুলাই ২০২৫
  • ডিভিসি’র জল ছাড়া অব্যাহত। তার উপরে টানা ভারী বৃষ্টিপাত। এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্য প্রশাসনের তরফে নেওয়া হল কড়া পদক্ষেপ। নবান্ন গঠন করল একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বিশেষ দল। বন্যাপ্রবণ জেলা ধরে ধরে ভাগ করে দেওয়া হয়েছে এই দলের দায়িত্ব।


    জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে ত্রাণ, উদ্ধার ও জরুরি পরিষেবার কাজ তদারক করবেন এই আধিকারিকেরা। নবান্ন সূত্রের খবর, পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায়, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। জানা গিয়েছে ৪ জেলার জন্য এই দল গঠন করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর,পূর্ব বর্ধমান , বীরভূম এবং হুগলি। পশ্চিম মেদিনীপুরের জন্য নিযুক্ত হয়েছেন চারজন সিনিয়র অফিসার। তাতে রয়েছেন, জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের সচিব সুরেন্দ্র গুপ্ত, দুর্যোগ ব্যবস্থাপনা ও সিভিল ডিফেন্স দপ্তরের সিনিয়র স্পেশ্যাল সচিব প্রিয়াঙ্ক সিংহ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের স্পেশ্যাল সচিব ইউনিস ঋষিণ ইসমাইলএবং কৃষি দফতরের বিশেষ কমিশনার হৃষিকেশ মোদী।

    পূর্ব বর্ধমানের পরিস্থিতি নজরদারিতে রয়েছেন ক্রেতা সুরক্ষা দফতরের নীলাম মীনা, ল্যান্ড রেকর্ড ও সার্ভে দফতরের ডিরেক্টর বিভু গোয়েল। বীরভূমের জন্য রয়েছেন, শিল্প দফতরের সচিব বন্দনা যাদব, অর্থ দফতরের সচিব দেবীপ্রসাদ করণম। হুগলি জেলার দায়িত্বে রয়েছেন, শিক্ষা দফতরের সচিব বিনোদ কুমার এবং পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর অভিষেক কুমার তেওয়ারি।

    নবান্নের তরফে জানানো হয়েছে, এই বিশেষ পর্যবেক্ষকরা সংশ্লিষ্ট জেলাগুলিতে গিয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয়ে কাজ করবেন। পরিস্থিতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নেওয়া ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। একাধিক নিচু এলাকায় ইতিমধ্যেই জল ঢুকে পড়েছে। অনেক জায়গায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসলেরও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। পরিস্থিতির আরও অবনতি হলে প্রয়োজনে বাড়ানো হতে পারে এই টিমের পরিধিও।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)