কলকাতায় তৃণমূলের মেগা মিছিল, বন্ধ থাকছে কোন কোন রাস্তা, বড় ভোগান্তির আশঙ্কা!
হিন্দুস্তান টাইমস | ১৬ জুলাই ২০২৫
বাংলাভাষীদের হেনস্থা করা হচ্ছে ভিনরাজ্যে। সেই অভিযোগ তুলে এবার কলকাতায় বিরাট মিছিলের আয়োজন করেছে তৃণমূল। ইতিমধ্যেই তৃণমূলের তাবড় নেতারা হাজির হয়েছেন কলেজ স্কোয়ারে। একাধিক মন্ত্রীও রয়েছেন কলেজ স্কোয়ারে।
কলেজ স্কোয়ার থেকে শুরু হওয়ার কথা সেই মিছিলে। শেষ হবে ডোরিনা ক্রশিংয়ে। সেই মিছিলে থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এলাকায়। বিরাট জমায়েত হবে তৃণমূলের মিছিলে। তবে সেই মিছিলকে কেন্দ্র করে কলকাতার একাধিক রাস্তায় বড় ভোগান্তি হতে পারে। এদিকে প্রায় দেড় হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়।
বন্ধ থাকবে একাধিক রাস্তা। এনিয়ে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে বিশেষ আপডেট দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, একটি প্রোগ্রামের জন্য কিছু রাস্তা বন্ধ রাখা হবে।
১) বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে কলেজ স্ট্রিটের উত্তরমুখী রাস্তা বন্ধ থাকছে
২) সিআর অ্যাভিনিউ থেকে ইডেন হাসপাতাল রোড বন্ধ থাকছে
৩) কলুটোলা রোড বন্ধ থাকছে সিআর অ্যাভনিউ পর্যন্ত
৪) লেনিন সরণী থেকে এনসি স্ট্রিট বন্ধ থাকছে।
সেই সঙ্গে কলকাতা ট্রাফিক পুলিশ জানিয়েছে, জমায়েতের জেরে ডিএইচ রোড ও সিজিআর রোড ক্রশিংয়ের ট্রাফিক প্রভাবিত হতে পারে।