'দুর্গাপুজোয় ভিড় নিয়ন্ত্রণ নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে,' সত্যিটা বলল কলকাতা পুলিশ
হিন্দুস্তান টাইমস | ১৬ জুলাই ২০২৫
কিছুদিনের মধ্যেই দুর্গাপুজো। বাংলার অন্যতম বড় উৎসব। বাঙালির বড় আবেগ জড়িয়ে রয়েছে এই উৎসবের সঙ্গে। তবে এই উৎসবের ভিড় নিয়ন্ত্রণ নিয়ে কলকাতা পুলিশকে জড়িয়ে কিছু ভুল তথ্য ছড়ানো হচ্ছিল বলে অভিযোগ। এবার কলকাতা পুলিশ এনিয়ে সতর্ক করল।
এনিয়ে পাবলিক অ্যাডভাইসারি জারি করেছে কলকাতা পুলিশ।
কলকাতা পুলিশের তরফে এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, 'এটা দেখা যাচ্ছে যে দুর্গাপুজো ২০২৫ এ ভিড় নিয়ন্ত্রণ নিয়ে কিছু ভুল তথ্য় ছড়ানো হচ্ছে। কলকাতা পুলিশ এনিয়ে পরিষ্কারভাবে জানাচ্ছে যে কোনও দুর্গা পুজোর অনুষ্ঠানকে বন্ধ করা বা নিষেধ করার কোনও নির্দেশ ইস্যু করা হয়নি। উৎসবের সময় যাতে সাধারণ মানুষের সুরক্ষা যথাযথ বজায় থাকে এটাকে আমরা অগ্রাধিকার দিই। যে সমস্ত প্যান্ডেলে বেশি মানুষের পা পড়ে সেখানে ক্রাউড সার্কুলেশনের পরিকল্পনা থাকে…। সুরক্ষার জন্য এই ব্যবস্থা করা হয়। এর সঙ্গে সর্বজনীন উৎসবে হস্তক্ষেপ করা হচ্ছে বলে ভুলভাবে উপস্থাপিত করাটা ঠিক নয়।
কলকাতা পুলিশ জানিয়েছে, সমস্ত নাগরিককে অনুরোধ করা হচ্ছে অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে আপনারা অবগত হোন, ভুল তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন। উৎসবের সময় সকলের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার জন্য আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজনীয়।' জানিয়েছে কলকাতা পুলিশ।