• ময়নাগুড়িতে বিশেষ অভিযানে জয়েন্ট ডিরেক্টর অব এগ্রিকালচার
    বর্তমান | ১৭ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: আজ, বুধবার ময়নাগুড়িতে বিশেষ অভিযানে এলেন জয়েন্ট ডিরেক্টর অব এগ্রিকালচার দীপঙ্কর রায়। এই অভিযানে উপস্থিত ছিলেন জেলার উপকৃষি অধিকর্তা (প্রশাসন) গোপাল চন্দ্র সাহা, সহ কৃষি অধিকর্তা শরৎচন্দ্র সরকার, ময়নাগুড়ি কৃষি দপ্তরের আধিকারিক কমলেশ বর্মণ-সহ অন্যান্যরা। এদিন ময়নাগুড়ির একাধিক গোডাউনগুলিতে সারের স্টক মিলিয়ে দেখেন তাঁর। বাতিল হয়ে যাওয়া কোনও সার গোডাউনে রয়েছে কী না সেটিও খতিয়ে দেখা হয়। আজ প্রথমে শহিদগড় স্কুল পাড়ার একটি সার ব্যবসায়ীর দোকানে আসেন আধিকারিকরা। পরে ময়নাগুড়ি কৃষক বাজারে অবস্থিত গোডাউন এবং পরবর্তীকালে বাইপাস এলাকার একটি গোডাউনেও তারা যান। সমস্ত এলাকা ঘুরে তারা দেখেন। কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে। জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার বিভিন্ন গোডাউনগুলি তাঁরা পর্যবেক্ষণ করবেন। এদিন দীপঙ্কর রায় বলেন, কৃষি দপ্তরের অন্তর্গত স্কীম কিভাবে রূপায়িত হচ্ছে সেটা দেখা হচ্ছে। কৃষকদের সঙ্গেও কথা বলা হচ্ছে। কৃষি দপ্তরের কোনো গাফিলতি রয়েছে কী না সেটাও আমরা দেখছি। কৃষকদের কোন সমস্যা থাকলে সেটা শোনা হচ্ছে। পাশাপাশি সঠিক সার রয়েছে কী না এবং দাম ঠিক রয়েছে কিনা সেটাও দেখা হচ্ছে।বিভিন্ন সময়ে সারের কালো বাজারির একটি অভিযোগ ওঠে। চড়া দামে সার কিনতে হয়। অপরদিকে কৃষকেরা বাজারে এসে দেখতে পান বেশ কিছু সার অমিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেই কারণেই এই অভিযান বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এর আগেও আলুর মরশুমে ময়নাগুড়িতে সারের কালোবাজারির অভিযোগ উঠেছিল। যদিও কৃষি দপ্তরে জানিয়েছে, কৃষকদের স্বার্থে তারা প্রতিনিয়ত কাজ করে চলেছেন। বাজার এলাকায় নজরদারি করা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)