সংবাদদাতা, ময়নাগুড়ি: চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। আজ, বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির পানবাড়ি এলাকায়। খবর পেয়ে ওই মহিলার মা ও দিদি অকুস্থলে উপস্থিত হলে তাঁদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। এরপর আহত অবস্থায় ওই গৃহবধূকে নিয়ে আসা হয় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসার পর স্বামী-সহ শ্বশুর বাড়ির বেশ কয়েকজনদের বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে বাপের বাড়িতেই রয়েছেন ওই গৃহবধূ। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ময়নাগুড়ি থানার পুলিস আধিকারিকরা।গৃহবধূর অভিযোগ, বর্তমানে তিনি অন্তঃসত্ত্বা। ফলে গত কয়েকদিন ধরেই অসুস্থ অনুভব করছেন। এদিকে তাঁর স্বামী-সহ শ্বশুরবাড়ি লোকজনরা কোন কাজ ফেলে রাখলেই তাঁর উপর অত্যাচার শুরু করে বলে অভিযোগ। আজ, বুধবার সামান্য বিষয়কে কেন্দ্র করে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনরা তাঁকে মারধর শুরু করে। এরপর তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। গৃহবধূর বলেন, শরীরটা খারাপ রয়েছে। কিছু কাজ বাকি থাকলেই অত্যাচার করা হয় বলে অভিযোগ। আমায় বেধড়কভাবে মারধর করা হয়েছে। আমি অভিযুক্তদের শাস্তি চাই। এই বিষয়টি জানিয়ে প্রশাসনের দারস্থও হয়েছি। অন্যদিকে, এই বিষয়ে ওই গৃহবধূর শ্বশুর সবিদুল মহম্মদ বলেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ওদের স্বামী-স্ত্রীর মধ্যে হয়ত কিছু হয়েছে। বর্তমানে ছেলে অবশ্য বাড়িতে নেই, কোথায় রয়েছে আমরা জানি না। আমাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সেগুলি ভিত্তিহীন।