ব্যান্ডেলে দিদির বাড়িতে ক্যানসারের চিকিৎসা করাতে এসে নিখোঁজ বাংলাদেশি তরুণ, তদন্তে পুলিশ
প্রতিদিন | ১৭ জুলাই ২০২৫
সুমন করাতি, হুগলি: দিদির বাড়িতে চিকিৎসা করাতে এসে নিঁখোজ বাংলাদেশি তরুণ। গতদুই দিন ধরে নিখোঁজ তরুণ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। তদন্তে পুলিশ।
বাংলাদেশি তরুণের নাম নিলয় সাহা। বয়স ১৯ বছর। তিনি বাংলাদেশের শরিয়তপুর জেলার পালং থানার গঙ্গানগর গ্রামের বাসিন্দা। তরুণ ক্যানসারে আক্রান্ত। কলকাতার ঠাকুরপুকুর ক্যানসার রিসার্চ সেন্টারে চিকিৎসা চলছিল তাঁর। ভারতে আসলে ব্যান্ডেলে দিদি বাড়িতে থাকতেন তিনি। চিকিৎসায় নিলয়ের একটি পা বাদ যায়। বর্তমানে ক্রাচ নিয়ে হাঁটাচলা করেন। পুজো দিতে দুই দিদির সঙ্গে গোপীনাথপুর ঠাকুর বাড়িতে যান। সেখান থেকে নিখোঁজ হয়ে যান তরুণ।
তরুণ যেহেতু ক্রাচ ছাড়া চলাফেরা করতে পারেন না। এই অবস্থায় তিনি কোথায় গেলেন? কি হল? বুঝে উঠতে পারছে না আত্মীয়রা। তাছাড়া স্বাভাবিকভাবেই তাঁর এলাকার রাস্তাঘাট চেনার কথা নয়। তার নিখোঁজ হওয়া নিয়ে প্রবল দুশ্চিতায় পরিবার। ট্রেনে ব্যান্ডেল আসতে গিয়ে অন্য কোনও ট্রেনে উঠে পড়েছেন কি না, সেই প্রশ্নও উঠছে। ব্যান্ডেল জিআরপি থানায় নিখোঁজ ডায়রি করা হয়েছে। আজ, বুধবার চুঁচুড়া থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুই দিন ধরে নিখোঁজ রয়েছে ওই তরুণ। অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করা হয়েছে।