• সীমান্তে আটক স্ত্রী, ওপারে চলে যাওয়া স্বামীকে এনে গ্রেপ্তার
    বর্তমান | ১৭ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, বালুরঘাট: পরিকল্পনা ছিল, স্বামী ভিসা নিয়ে বাংলাদেশে যাবে। স্ত্রীর পাসপোর্ট না থাকায় তাকে দালালের মারফত ওপারে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হল বিএসএফের সৌজন্যে। কাঁটাতারবিহীন সীমান্ত দিয়ে মহিলা পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলে বিএসএফ। মহিলাকে তখনই জিজ্ঞাসাবাদ করার পর ইমিগ্রেশন দিয়ে ওপারে চলে যাওয়া স্বামীকে এপারে এনে আটক করে পুলিসের হাতে তুলে দেওয়া হল। ধৃত দম্পতি ৩৫ বছর ধরে ছত্তিশগড়ের রায়পুরে ঘাঁটি গেড়ে ছিল। যুবকটি এতদিনে বানিয়ে ফেলেছিল আধার, ভোটার, প্যান সহ সমস্ত ভারতীয় নথি। 

    ছত্তিশগড়ের রায়পুর থানার পুলিস সেই দম্পতিকে অবৈধ বসবাসকারী হিসেবে চিহ্নিত করতেই তারা বাংলাদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। সেইমতো তারা চলে আসে বাংলার দক্ষিণ দিনাজপুর জেলার হিলির চকগোপাল সীমান্তে। সেখানে কাঁটাতারবিহীন সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় ওই দম্পতি। তাদের হিলি থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত মহিলার নাম জৈনাব আখতার। তার স্বামী শেখ ইমরান। তারা আসলে বাংলাদেশের রাজশাহীর বিরকুষ্ঠা গ্রামের বাসিন্দা।

    ৩৫ বছর ধরে তারা কীভাবে ভারতে? কীভাবে বিভিন্ন নথি তৈরি করল, তা খতিয়ে দেখছে পুলিস। হিলি থানার আইসি শীর্ষেন্দু দাস বলেন, দম্পতিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার বাংলাদেশি দম্পতিকে বালুরঘাট জেলা আদালতে তোলা হলে ইমরানকে পাঁচদিনের পুলিস হেফাজত এবং জৈনাবকে জেল হেফাজতে পাঠানো হয়। বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী শিবাজী সিংহ রায় বলেন, ওই দম্পতি ১৯৯০ সাল থেকে ছত্তিশগড়ে বসবাস করছিল। ইমরানের কাছে ভারতীয় নথিও পাওয়া গিয়েছে। দু’জনই বাংলাদেশি, সেটা প্রাথমিকভাবে প্রমাণ হয়েছে। বুধবার বিএসএফও জানিয়েছে, ধৃতরা ১৯৯০ সালে ভারতে এসে ছত্তিশগড়ের রায়পুরে বসবাস করতে শুরু করে। ইমরান দালালদের ধরে নিজের সমস্ত ভারতীয় নথি তৈরি করে ফেলেছে। 

    সম্প্রতি ছত্তিশগড়ের রায়পুর থানার পুলিসের কাছে খবর যায় ওই দম্পতি বাংলাদেশি। পুলিস অভিযান চালালে ছত্তিশগড় থেকে হিলিতে চলে আসে তারা। ইমরানের কাছে ভারতীয় পাসপোর্ট থাকলেও স্ত্রীর কাছে ছিল না। 

    পাসপোর্ট, ভিসা নিয়ে হিলি ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে ঢোকে ইমরান। হিলিতে দালালের মাধ্যমে স্ত্রীকে চকগোপাল সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টায় ছিল ইমরান।

    কিন্তু কাঁটাতারবিহীন সীমান্ত দিয়ে পালাতে যাওয়ার আগে জৈনাব ধরা পড়ে যায়। বিএসএফের মাধ্যমে ওই মহিলার স্বামীকে বাংলাদেশের ওপার থেকে এদেশে আনা হয়। এরপর দু’জনকে আটক করে পুলিস।
  • Link to this news (বর্তমান)