সীমান্ত পেরিয়ে শিলিগুড়িতে এসে কাঠের কাজ, গ্রেপ্তার বাংলাদেশি
বর্তমান | ১৭ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি শহরে ঘাপটি মেরে থাকা এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল প্রধাননগর থানার পুলিস। দাগাপুরে ধৃত যুবক একটি ফার্নিচারের দোকানে কাঠমিস্ত্রির কাজ করত। পুলিস জানিয়েছে, ধৃতের নাম পরিতোষচন্দ্র রায়। বছর বত্রিশের যুবক বাংলাদেশের রংপুর জেলার বাসিন্দা।
পুলিস সূত্রে জানা গিয়েছে, গতবছর নভেম্বর মাসে পরিতোষ দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরে কাজের সন্ধানে শিলিগুড়ি আসে। এখানে কাঠমিস্ত্রির কাজ শুরু করে দার্জিলিং মোড়ের কাছে দাগাপুরের একটি ফার্নিচারের দোকানে। দোকান মালিককে সে জানিয়েছিল দক্ষিণ দিনাজপুর জেলায় বাড়ি। তবে, পরিচয়পত্র কিছু দিতে পারেনি। এদিকে, পরিতোষকে নিয়ে দোকান মালিকের কয়েকদিন ধরে সন্দেহ হয়। কখনও কখনও ফোনে কথা বলার সময় দোকান থেকে বাইরে চলে যেত সে। মাঝেমধ্যেই তার কথায় ও আচরণে রহস্য ছড়ায়। সব মিলিয়ে সন্দেহ দানা বাঁধে দোকান মালিকের। তিনি যাতে পুলিসের জিজ্ঞাসাবাদের মুখে না পড়েন, তার জন্য আগেভাগেই বিষয়টি প্রধাননগর থানার পুলিসকে জানিয়ে দেন। এরপর কাঠমিস্ত্রি পরিতোষচন্দ্রর উপর নজরদারি চালানো শুরু করে সাদা পোশাকের পুলিস। মঙ্গলবার রাতে প্রধাননগর থানার পুলিস পরিতোষকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরিচয় নিয়ে বিভিন্ন সময় আলাদা কথা বলে সে। একসময় জেরায় ভেঙে পড়ে এবং নিজেকে বাংলাদেশি বলে জানায়। অবৈধভাবে ভারতে প্রবেশের বিষয়টি স্বীকার করলে তাকে গ্রেপ্তার করে পুলিস। ধৃত যুবক পুলিসকে জানিয়েছে, হিলি সীমান্ত দিয়ে এদেশে এসেছে। তবে, এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করছে পুলিস।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, বাংলাদেশি এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধভাবে ভারতে প্রবেশের কথা সে স্বীকার করেছে। কোন সীমান্ত দিয়ে এদেশে ঢুকেছিল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
শিলিগুড়িতে এসে দাগাপুরে ঘর ভাড়া নিয়েছিল ওই যুবক। সাত মাস ধরে নথি ছাড়া কীভাবে থাকছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে ছেলেটি কোথায় কোথায় থেকেছে, সেটাও পুলিস খোঁজখবর শুরু করেছে। এদিকে, গত মঙ্গলবার নকশালবাড়ি থেকে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করে পুলিস। এর আগেও শিলিগুড়ির বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি ধরা পড়েছে। সম্প্রতি ফুলবাড়ি এলাকায় একসঙ্গে কয়েকজন বাংলাদেশিকে এনজেপি থানার পুলিস গ্রেপ্তার করেছিল। পুলিসের তদন্তকারী অফিসারদের দাবি, ফুলবাড়ি ও হিলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনা সামনে আসছে। ফুলবাড়ি এলাকা দিয়ে অবৈধভাবে লোক পারাপারের এজেন্টকেও পুলিস অতীতে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, সম্প্রতি ডাবগ্রাম-২ পঞ্চায়েত এলাকায় দু’টি পরিবারের কয়েকজন সদস্য বাংলাদেশ থেকে এসে বাড়ি ভাড়া নিয়ে থাকছিল। তারা স্থানীয় এজেন্টদের মাধ্যমে জাল আধার কার্ড সহ অন্যান্য নথিপত্র বানিয়ে নিয়েছিল। পুলিস ওই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারের পাশাপাশি জাল নথি তৈরির মেশিনপত্র বাজেয়াপ্ত করেছিল। ধৃত বাংলাদেশিকে নিয়ে যাচ্ছে পুলিস। - নিজস্ব চিত্র।