• সিএসপিতে দুর্নীতি: ব্যাঙ্কের ম্যানেজার সহ দু’জনকে জিজ্ঞাসাবাদ পুলিসের
    বর্তমান | ১৭ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: গ্রাহক পরিষেবা কেন্দ্র বা সিএসপি’র টাকা আত্মসাতের ঘটনায় একটি ব্যাঙ্কের ম্যানেজার সহ সিএসপি’র আউটসোর্সিং এজেন্সির কো-অর্ডিনেটরকে জিজ্ঞাসাবাদ করলেন প্রধাননগর থানার তদন্তকারী অফিসাররা। অন্যদিকে, গ্রাহক পরিষেবা কেন্দ্রের প্রতারক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে  জানতে পেরে ১২-১৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ বিভিন্ন গ্রাহকের মাধ্যমে প্রধাননগর থানায় জমা পড়েছে। টাকা নিয়ে প্রত্যেককে ভুয়ো স্লিপ দেওয়া হয়েছিল। ওই টাকা জমা করা হয়নি বলেই জানিয়েছেন তদন্তকারীরা। প্রত্যেকটি বিষয় ভালোভাবে যাচাই করে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। 

    বুধবার প্রধাননগর থানার আইসি বাসুদেব সরকার বলেন, আমরা সংশ্লিষ্ট ব্যাঙ্কের ম্যানেজার এবং আউটসোর্সিং এজেন্সির কো-অর্ডিনেটরকে জিজ্ঞাসাবাদ করেছি। নতুন কোনও তথ্য পাওয়া যাচ্ছে কি না, সেবিষয়ে নজর রাখা হয়েছে। 

    সম্প্রতি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সিএসপি থেকে টাকা আত্মসাৎ করার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করে পুলিস। তদন্তে নেমে পুলিস জানতে পারে, এক ব্যক্তির এক লক্ষ টাকা নেওয়ার পর তাঁকে ভুয়ো স্লিপ দেওয়া হয়। সেই টাকা ওই মহিলা ব্যাঙ্কে জমা করেনি। পরবর্তীতে মহিলার কাছে টাকা ফেরত চাইলে না দিয়ে বারবার অজুহাত দেওয়া দিচ্ছিল ওই মহিলা। অবশেষে সিএসপি’তে কর্তব্যরত ওই মহিলার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিত গ্রাহক। ঘটনার তদন্ত নেমে গত সপ্তাহে দেশবন্ধুপাড়া থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস। এরপরই একে একে নানা অভিযোগ ওই মহিলার বিরুদ্ধে জমা পড়তে শুরু করে। 

    পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রত্যেককে ভুয়ো রসিদ দিয়ে টাকা জমা নিয়ে ব্যাঙ্কে জমা করত না ওই মহিলা। এতে ব্যাঙ্কের নজরদারি নিয়ে প্রশ্ন ওঠে।
  • Link to this news (বর্তমান)