• বাঙালি হেনস্তার প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল, বিশাল মিছিল ইংলিশবাজারে
    বর্তমান | ১৭ জুলাই ২০২৫
  • মঙ্গল ঘোষ, মালদহ: মাতৃভাষা বাংলা। অথচ দেশজুড়ে বিজেপি পরিচালিত রাজ্যগুলিতে বাংলা বলার অপরাধে টার্গেট করে বাঙালিদের অত্যাচার করা হচ্ছে। মারধর করে আটকে করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এমনই দাবি তৃণমূলের। তবুও কেন্দ্রীয় সরকার চুপ। রাজ্য বিজেপি নেতৃত্ব মুখে কুলুপ এঁটেছে। এমন অভিযোগ নিয়ে বুধবার মালদহে গর্জে উঠল জেলা তৃণমূল কংগ্রেস। তৃণমূলের ডাকে বাংলার প্রতি বিজেপির বিদ্বেষ এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে ইংলিশবাজারজুড়ে প্রতিবাদ মিছিল হয়।  চার হাজারের বেশি কর্মী-সমর্থক নিয়ে মিছিলটি মালদহ কলেজ থেকে ফোয়ারা মোড় পর্যন্ত পরিক্রমা করে। নেতৃত্ব দেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। ছিলেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, তৃণমূলের জেলা চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার, ইংলিশবাজার এবং পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, কার্তিক ঘোষ। 

    পদযাত্রা শেষে পথসভা হয়। সেখানে জেলার নেতৃত্ব বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। ছিলেন প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, বিধায়ক চন্দনা সরকার সহ একাধিক নেতা। জেলা সভাপতি বলেন, ইংরেজদের তাড়ানোর ডাক দেওয়া হয়েছিল বাংলা থেকে। একইভাবে এবার মোদিকে  ক্ষমতাচ্যুত করার ডাক দেওয়া হয়েছে বাংলা থেকেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের গর্জনে বিজেপি ভয় পেয়েছে। দিদির নির্দেশে প্রতিবাদ মিছিল করেছি। মালদহ জেলা পরিষদের সভাধিপতি বলেন, কেন্দ্র শুধু বাংলার সঙ্গে বঞ্চনা করে যাচ্ছে। ১০০ দিনের টাকা দেয়নি। এবার বাংলা বলার অপরাধে বিজেপির রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্তা করছে। আমরা প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাব। তৃণমূলের পথসভা।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)