বাড়িতে মধুচক্র, মদের ব্যবসা চালানোর অভিযোগে ধৃত তিন
বর্তমান | ১৭ জুলাই ২০২৫
সংবাদদাতা, দেওয়ানহাট: দীর্ঘদিন বাড়িতে অবৈধ মদের ব্যবসা ও মধুচক্র চালানোর অভিযোগে ছিল। বুধবার সকালে গ্রামের বাসিন্দারা এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে সেখানে গিয়ে বাড়ির মালিক ও দুই যুবতীকে আটক করে পুলিসের হাতে তুলে দেন। ওই বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিক্রির জন্য মজুত করা মদও। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দিনহাটা ২ নং ব্লকের নাজিরহাট ১ গ্রাম পঞ্চায়েতের বেলবাড়ি বাজার সংলগ্ন এলাকায়।
বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নাজিরহাটের বেলবাড়ি বাজার সংলগ্ন ওই বাড়ি থেকে মদ বিক্রি করে এলাকার পরিবেশ নষ্ট করা হচ্ছিল। সেই সঙ্গে মাঝেমধ্যেই ওই বাড়িতে বহিরাগত কিছু মহিলার আনাগোনা শুরু হওয়ায় সন্দেহ বাড়ে বাসিন্দাদের। বাড়ির মালিককে সতর্ক করা হলেও কাজ হয়নি। এদিন সকালে এলাকার বাসিন্দারা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে ওই বাড়িতে হাজির হন। ওই বাড়িতে মজুত রাখা মদের বোতল উদ্ধার করেন এলাকার বাসিন্দারা। এরপর সাহেবগঞ্জ থানায় খবর দিলে পুলিস এসে বাড়ির মালিক সহ দুই যুবতীকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
সাহেবগঞ্জ থানার পুলিস জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে। এলাকার বাসিন্দা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কুমার প্রশান্ত নারায়ণ বলেন, এই বাড়ির মালিক মানিক মোদকের বিরুদ্ধে আগেও অবৈধ মদের ব্যবসার অভিযোগ উঠেছিল। তাঁকে সতর্ক করা হলেও কর্ণপাত করেনি।
নাজিরহাট ১ গ্রাম পঞ্চায়েত প্রধান রুপালি বর্মন বলেন, দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল। বাড়ির মালিককে বারবার সতর্ক করা হলেও শোনেননি। আরও বেপরোয়া হয়ে দেহ ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। গ্রামের মানুষ এদিন তাঁদের হাতেনাতে ধরে। গ্রামের মহিলারা গণস্বাক্ষর সংগ্রহ করছেন।