জেলায় সংগঠনকে আরও চাঙ্গা করতে তৃণমূল বুথ কমিটিগুলিকে নিয়ে বৈঠক
বর্তমান | ১৭ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: সংগঠনকে আরও চাঙ্গা করতে বুথ কমিটিগুলিকে লাগাতার জেলায় ডেকে এনে বৈঠক করতে শুরু করেছে তৃণমূলের কোচবিহার জেলা নেতৃত্ব। বৈঠকগুলিতে গুরুত্ব পাচ্ছে বাংলার বাড়ি, স্বনির্ভর গোষ্ঠীর নির্বাচন, ভোট ঘাটতির বুথ, বুথ কমিটি, পঞ্চায়েতের মধ্যে সমন্বয় এবং প্রয়োজন অনুসারে সাংগঠনিক পরিবর্তন। একেবারে তৃণমূল স্তরে দলের সবদিক এখানে খতিয়ে দেখা হচ্ছে। উদ্দেশ্য, একেবারে নিচুতলায় দলের ভিতকে মজবুত করা। যাতে নিচুতলায় দলের সংগঠনে কোনওরকম ফাঁকফোকর না থাকে। কোচবিহারের ‘নয়ে নয়’ করার লক্ষ্যে এটাই তৃণমূলের প্রধান হাতিয়ার বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত আমাদের এই বুথ মিটিং লাগাতার চলবে। জেলা কার্যালয়েই বৈঠকগুলি করা হবে। এখনও পর্যন্ত ১৯টি বুথে মিটিং হয়ে গিয়েছে। এরপর থেকে কয়েকটি করে বুথ নিয়ে বৈঠক হবে। স্বনির্ভর গোষ্ঠীর নির্বাচন, বাংলার বাড়ি নিয়ে কোনও অভিযোগ আছে কি না, তা শোনা হবে। কোনও রিপোর্ট পেলেও দেখা হবে। বুথ কমিটিতে সংযোগ, পরিবর্তনের প্রয়োজন হলে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। ভোট ঘাটতির বুথ এবং বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, বুথের নেতা-কর্মীদের জেলা কার্যালয়ে ধারাবাহিকভাবে ডেকে জেলা নেতৃত্ব বৈঠক করায় ওই নেতারা উৎসাহিত হচ্ছেন। আবার তাঁদের কাছ থেকে একেবারে বুথস্তরের সমস্যার কথাও জানতে পারছেন জেলা নেতৃত্ব।
আগামী দিনে একসঙ্গে কয়েকটি বুথকে ডাকা হবে। সেই সময় আশপাশের কোনও হলে বৈঠকগুলি করা হবে। তবে, মেখলিগঞ্জ বা দূরবর্তী বিধানসভাগুলির ক্ষেত্রে বৈঠক করা হবে সেখানে গিয়ে। - ফাইল চিত্র।