নিজস্ব প্রতিনিধি, কল্যাণী: শনিবার কল্যাণী স্টেডিয়ামে মরশুমের প্রথম ডার্বিতে মুখোমুখি হওয়ার কথা ইস্ট বেঙ্গল-মোহন বাগানের। তবে হঠাৎই বড় ম্যাচ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চিয়তা। বুধবার বিকেলে স্থানীয় পুলিস প্রশাসনের তরফ থেকে আইএফএ’র কাছে একটি চিঠি পাঠানো হয়। তাতে বলা হয়েছে, যুবভারতীর মতো পর্যাপ্ত নিরাপত্তা কল্যাণী স্টেডিয়ামে দেওয়ার মতো পরিকাঠামো নেই। এরপরেই নড়েচড়ে বসে রাজ্য ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তড়িঘড়ি কল্যাণীতে প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন সচিব অনির্বাণ দত্ত। উপস্থিত ছিলেন কল্যাণী স্টেডিয়াম কমিটির চেয়ারম্যান নীলিমেশ রায়চৌধুরী ও উত্তর ২৪ পরগনা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সচিব নবাব ভট্টাচার্য। তবে দীর্ঘ বৈঠকের পরেও রফাসূত্র মেলেনি। ফলে আসন্ন ডার্বির ভবিষ্যৎ ঘিরে সংশয় আরও বাড়ল।
কল্যাণী স্টেডিয়ামের দর্শকাসন প্রায় ১৯ হাজার। তবে বড় ম্যাচের জন্য ধার্য হয়েছে ১৩ হাজার। দুই প্রধানের সমর্থকদের আলাদা বসার ব্যবস্থা করাও বাধ্যতামূলক। কল্যাণী প্রশাসন এই বিষয়টি নিয়েই আপত্তি তুলেছে। কারণ হাইভোল্টেজ ম্যাচে পর্যাপ্ত পুলিস মোতায়েন না থাকলে, বড় ঘটনা ঘটে যেতেই পারে। তা সামলানোর মতো লোকবল তাদের নেই। মোহন বাগান সভাপতি দেবাশিস দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কল্যাণী স্টেডিয়াম মোটেই ডার্বি আয়োজনের জন্য উপযুক্ত নয়। আইএফএ’র উচিত ম্যাচ পিছিয়ে কিশোরভারতী স্টেডিয়ামে নিয়ে আসা।’