বাংলার বাড়ি প্রকল্প নিয়ে কড়া জেলাশাসক, জেলায় এখনও প্রায় ৪৫০ বাড়ির কাজ শুরুই হয়নি
বর্তমান | ১৭ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা পেলেও বীরভূম জেলার বহু উপভোক্তা এখনও ঘর তৈরির কাজ শুরুই করেননি। জেলায় ৪৪৬জন উপভোক্তা ওই কাজ শুরু করেননি। এনিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসনের শীর্ষকর্তারা। সমস্ত বাড়ির কাজ শুরু করতে জেলার প্রতিটি ব্লকের আধিকারিক সহ পঞ্চায়েত সমিতির সভাপতিদের নিয়ে বিশেষ বৈঠক সেরেছেন জেলাশাসক বিধান রায়। দ্রুত কাজ শুরুর জন্য বৈঠকে বিডিওদের কড়া বার্তা দিয়েছেন তিনি। এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করতে বলা হয়েছে। পুজোর আগেই নির্মাণকাজ শেষ করার কথাও স্পষ্ট করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে উপভোক্তারা নির্মাণকাজ শুরু না করলে প্রশাসন আইনি পদক্ষেপ নেবে।
জেলাশাসক বলেন, এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও নির্মাণকাজ শুরু না হলে উপভোক্তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। নির্মাণ সামগ্রী পেতে কোনও সমস্যা দেখা দিলে তা জানানো হলে ব্যবস্থা করে দেওয়া হবে।
কেন্দ্রের অসহযোগিতা সত্ত্বেও রাজ্যের প্রতিটি পরিবারের মাথার উপর ছাদ নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার। বছরের শুরুতেই রাজ্যের উপভোক্তাদের অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাঠানো হয়। বীরভূম জেলার মোট ৫৩ হাজার ৩০১ জন উপভোক্তা বাড়ি তৈরির টাকা হাতে পান। প্রথম ধাপে টাকা হাতে পেয়ে অধিকাংশ উপভোক্তাই বাড়ি তৈরির কাজে জোর দেন। অনেকেই লিন্টেল পর্যন্ত বাড়ি তৈরির কাজ শেষ করেছেন। ইতিমধ্যে তাঁরা দ্বিতীয় ধাপের টাকা হাতে পেয়ে বাকি কাজ শেষ করার তোড়জোড় শুরু করেছেন। যদিও ৪৪৬জন উপভোক্তা এখনও কাজই শুরু করেননি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কোনও ক্ষেত্রে জমিজট আবার কোনও ক্ষেত্রে উপভোক্তারা পরিযায়ী শ্রমিক হওয়ায় নির্মাণকাজ করতে সমস্যায় পড়ছেন। সমস্যা সমাধানে ব্লকের প্রশাসনিক কর্তারা উদ্যোগী হলেও তেমন কোনও লাভ হচ্ছে না। এব্যাপারে জেলশাসক অত্যন্ত ক্ষুব্ধ।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৪ জুলাই পর্যন্ত সিউড়ি মহকুমার মহম্মদবাজার ব্লকে ১০০ শতাংশ নির্মাণকাজ শুরু হয়ে গিয়েছে। যদিও বাকি ১৮টি ব্লকে এখনও বহু উপভোক্তা নির্মাণ কাজ শুরু করেননি। মুরারই-১ ব্লকে ৭৭জন উপভোক্তা এখনও নির্মাণকাজ শুরু করেননি। এরপরই রয়েছে ময়ূরেশ্বর-১ ব্লক। সেখানে প্রায় ৫২জন উপভোক্তা এখনও বাড়ির কাজে হাত লাগাননি। এক সপ্তাহের মধ্যে নির্মাণকাজ শুরু না হলে এবার বিপাকে পড়তে চলেছেন উপভোক্তারা। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে পাওয়া সত্ত্বেও অনেকে বাড়ি তৈরির কাজ শুরুই করেননি। বারবার বলা সত্ত্বেও তাঁরা তৎপর হননি। সেকারণে এবার চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হল। এরপরও কাজ না শুরু করলে থানায় উপভোক্তাদের নামে অভিযোগ দায়ের হবে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।