• চড়া সুদের টোপ দিয়ে ৯০ লক্ষ টাকা প্রতারণা, ধৃত সংস্থার অ্যাকাউন্ট্যান্ট
    বর্তমান | ১৭ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চড়া সুদের টোপ দিয়ে এক দম্পতির কাছ থেকে প্রায় ৯০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। ওই ঘটনায় এক সংস্থার অ্যাকাউন্ট্যান্টকে মঙ্গলবার অন্ডাল থেকে গ্রেপ্তার করেছে রাজ্য অর্থনৈতিক অপরাধ দমন শাখা। ধৃতের নাম দিগন্ত মৌলিক। বুধবার ধৃতকে কলকাতার বিচারভবনের বিশেষ আদালতে হাজির করা হয়। বিচারক তাঁকে ২৫ জুলাই পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

    কলকাতার বিচারভবনের মুখ্য সরকারি আইনজীবী দীপঙ্কর কুণ্ডু এদিন আদালতে বলেন, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ধাপে ধাপে ওই টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এসেছে। এই ঘটনায় তদন্তকারীরা অভিযুক্ত সংস্থার ভূমিকা এবং সংস্থার অন্য কর্তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। ধৃতের ব্যাঙ্ক অ্যাকাউন্টও খতিয়ে দেখা হচ্ছে। এদিন ধৃতের আইনজীবী যে কোনও শর্তে তাঁর মক্কেলের জামিনের আবেদন করেন। যদিও সেই আর্জি নাকচ করে দেন বিচারক। 
  • Link to this news (বর্তমান)