• গার্ডেনরিচে ঠিকা শ্রমিকের মৃত্যু
    বর্তমান | ১৭ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে কাজ চলার সময় মেশিনের যন্ত্রাংশ পড়ে মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। আহত হয়েছেন আরও একজন। বুধবার বিকেলের ঘটনার তদন্ত শুরু করেছে রাজাবাগান থানা। পুলিস সূত্রে জানা গিয়েছে, একটি ঠিকাদার সংস্থার দুই কর্মী মেশিনের যন্ত্রাংশ সরানোর কাজ করছিলেন। এই সময় তাঁদের মাথায় যন্ত্রাংশ ভেঙে পড়ে। ঘটনাস্থলে মারাত্মকভাবে জখম হন দু’জন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। অন্যজন চিকিৎসাধীন। এই ঘটনা নিয়ে গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের তরফে  এক প্রেস বিবৃতি জারি করে বলা হয়েছে দুর্ঘটনার কারণ তারা অনুসন্ধান করছে।
  • Link to this news (বর্তমান)