নিমতলা ঘাটের সৌন্দর্যায়নের জন্য সংস্থার সঙ্গে চুক্তি বন্দর কর্তৃপক্ষের
বর্তমান | ১৭ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গঙ্গার নিমতলা বিসর্জন ঘাটের সংস্কার, সৌন্দর্যায়ন সহ নতুন করে সাজিয়ে তোলার জন্য একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করল শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (এসএমপি) কর্তৃপক্ষ। পিএস গ্রুপ রিয়্যালটি প্রাইভেট লিমিটেডের সঙ্গে বুধবার চুক্তি সই করার অনুষ্ঠান হয়। সেখানে এসএমপি-র চেয়ারম্যান রথেন্দ্র রমণ সহ দুই সংস্থার শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বেসরকারি সংস্থাটি তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) তহবিল থেকে ঘাট উন্নয়নের কাজ করবে।
কয়েকদিন আগে কুমোরটুলি ঘাটের জন্য আদানি শিল্পগোষ্ঠীর সঙ্গে একইরকম চুক্তি করেছে এসএমপি। উত্তর কলকাতার এই দু’টি ঘাট খুবই পুরনো, ঐতিহ্যশালী। কুমোরটুলি ঘাটের কাছেই প্রতিমাশিল্পীদের মহল্লা। আর নিমতলা বিসর্জন ঘাটের শ্মশানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষকৃত্য হয়েছিল। স্থানীয় বাসিন্দা ছাড়াও দেশ-বিদেশ থেকে পর্যটকরা এখানে আসেন। রক্ষণাবেক্ষণ ঠিকমতো না হওয়ায় দুটি ঘাটই কিছুটা বেহাল।
এছাড়া কলকাতা-হাওড়া মিলিয়ে মোট ৩৯টি গঙ্গার ঘাট রক্ষণাবেক্ষণের দায়িত্ব বন্দর কর্তৃপক্ষের হাতে রয়েছে। আরও কয়েকটি ঐতিহ্যশালী ঘাটের দায়িত্ব আগামী দিনে কর্পোরেট সংস্থার হাতে তুলে দেবে বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে বাগবাজারের মায়ের ঘাটও আছে।