জাতীয় সড়কের সঙ্গে যুক্ত রাস্তায় নেই পথ নির্দেশিকা, দুর্ঘটনার শঙ্কা
বর্তমান | ১৭ জুলাই ২০২৫
সংবাদদাতা, কাকদ্বীপ: নামখানায় ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর রয়েছে হাতানিয়া-দোয়ানিয়া নদীর সেতু। সেতুর দু’পাড়ে রাস্তা। সে রাস্তা জাতীয় সড়কের সঙ্গে পার্শ্ববর্তী বাজার এলাকাকে যুক্ত করেছে। ব্রিজ তৈরির সময়ই রাস্তাগুলি তৈরি হয়েছিল। মূলত সেতুর নীচে থাকা খেয়াঘাট সহ বাজারগুলিতে যোগাযোগের জন্য বানানো হয়েছিল এগুলি। কিন্তু রাস্তাগুলিতে ঢোকা ও বেরনোর পথ চিহ্নিত করা নেই। তাই ট্রাফিক আইন অম্যন্য করে চালকরা খেয়ালখুশি মতো গাড়ি নিয়ে যাতায়াত করেন। এবং প্রায়শই দুর্ঘটনা ঘটে। এছাড়াও বকখালির দিকে যাওয়ার পথে জাতীয় সড়কের বাঁদিকের নারায়ণপুর বাজারের রাস্তাটি নামখানা রেল স্টেশনের কাছাকাছি রয়েছে। যে কারণে ট্রেন এলে রাস্তা পারাপারের ঝোঁক বাড়ে। এবং বিপদের ঝুঁকিও অনেকাশে বেড়ে যায়। এলাকার বাসিন্দাদের দাবি, জাতীয় সড়কের পার্শ্ববর্তী এই রাস্তাগুলিতে ‘প্রবেশ’ ও ‘বাহির’ সাইনবোর্ড লাগানো উচিত। ডাঃ অঞ্জন সাঁতরা নামে নামখানার এক বাসিন্দা বলেন, ‘সেতুর মুখে জাতীয় সড়কের সঙ্গে যুক্ত নারায়ণপুরের রাস্তাটি মাঝখানে উঁচু করে ত্রিকোণ বাউন্ডারি দেওয়া রয়েছে। ওই বাউন্ডারির দু’পাশ দিয়ে দু’দিকেই গাড়ি যাতায়াত করে। যে কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটে। বাউন্ডারির একপাশে প্রবেশ ও অন্য পাশে বাহির লিখে পথ চিহ্নিত করলে দুর্ঘটনা কমবে। পুলিসের উচিত বিষয়টির দিকে নজর দেওয়া।’ সুন্দরবন পুলিস জেলার ট্রাফিক বিভাগের ডিএসপি কমল মাইতি বলেন, ‘বিষয়টি নজরে এসেছে। শীঘ্রই এলাকা পরিদর্শন ও আলোচনা করে বাহির ও প্রবেশ পথ চিহ্নিত করা হবে।’ নিজস্ব চিত্র