নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বিটি রোড সংলগ্ন পুলিস অ্যাকাডেমির মূল গেটের ঠিক উল্টোদিকে তৈরি হয়েছে বারাকপুরের পুলিস কমিশনারের অফিস। সম্প্রতি সেখান থেকেই কমিশনারেট এলাকার আইন-শৃঙ্খলার দায়িত্ব সামলাচ্ছেন পুলিস কমিশনার মুরলীধর শর্মা। মাস দুয়েক আগে এই অফিস চালু হলেও আনুষ্ঠানিক কোনও উদ্বোধন হয়নি। বুধবার দুপুরে সেই প্রশাসনিক ভবন পরিদর্শনে আসেন রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার। তার হাত ধরেই এদিন নতুন কমিশনার অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
বারাকপুর পুলিস কমিশনারেটের বহুতল ভবন সরেজমিনে দেখেন তিনি। বৈঠক করেন পুলিস কমিশনার মুরলিধর শর্মা এবং অন্য পুলিসকর্তাদের সঙ্গেও। সাম্প্রতিক অবস্থা নিয়ে রিপোর্ট করেন পুলিস কমিশনার। এরপর লাটবাগানের পুলিস ট্রেনিং কলেজেও যান ডিজি। সেখানে তিনি ট্র্যাফিক ট্রেনিং পার্ক এবং পুলিস ইন্সস্টিটিউট অব ফরেন্সিক সায়েন্স-এর উদ্বোধন করেন। লাটবাগানে পুলিসকর্তাদের নিয়ে বৈঠকও করেন তিনি।