• তিনটি পৃথক লুটের ঘটনার কিনারা, গ্রেপ্তার তিন
    বর্তমান | ১৭ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: তিনটি পৃথক লুটের ঘটনার কিনারা করল ডায়মন্ডহারবার পুলিস জেলা। এই ঘটনাগুলির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা একই দলের হয়ে এই কাজ করেছিলেন। বুধবার সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়েছেন ডায়মন্ডহারবার পুলিস জেলার অতিরিক্ত সুপার মিতুন দে।

    উস্তি ও ঢোলাহাট থানা এলাকায় ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস পয়েন্ট থেকে লক্ষাধিক টাকা এবং সোনারপুরের একটি সোনার দোকান থেকে গয়না লুট করার অভিযোগ ছিল ধৃতদের বিরুদ্ধে। জানা গিয়েছে, উস্তি ও ঢোলাহাটের ঘটনা ঘটেছিল যথাক্রমে ফেব্রুয়ারি ও মার্চ মাসে। সোনারপুর থানা এলাকায় তৃতীয় লুটের ঘটনাটি ঘটে মে মাসে। তিনটি এলাকাই আলাদা পুলিস জেলার অন্তর্গত। উস্তির ঘটনার তদন্তে নেমেছিলেন স্পেশাল অপারেশন গ্রুপ ও অন্যান্য পুলিসের পদস্থ কর্তারা। সেই তদন্ত থেকেই বাকি দু’টি লুটের কায়দার সঙ্গে মিল পান তদন্তকারীরা। সময় লাগলেও শেষ পর্যন্ত তিন অভিযুক্তকে ধরতে সফল হয়েছে পুলিস।

    অতিরিক্ত পুলিস সুপার বলেন, ধৃতরা ওড়িশার কোরাপুট জেলায় লুকিয়ে ছিলেন। সেখান থেকে দু’দিন আগে ধরে আনা হয়েছে। পালানোর আগে মন্দিরবাজার ও উস্তি থানার সীমান্তবর্তী এলাকায় একটি বাড়িতে চোরাই সোনার গয়না ও নগদ লুকিয়ে রেখেছিলেন। ধৃতদের জেরা করে সেই ঠিকানা থেকে সবকিছু উদ্ধার করা হয়েছে। নগদ ৪০ হাজার টাকা এবং সোনার শাখা, পলা, বালা, চুড়, মঙ্গলসূত্র ইত্যাদি পাওয়া গিয়েছে। এই দলের সঙ্গে আর কারা যুক্ত, ধৃতদের জেরা করে তা এবার জানতে চাইবেন তদন্তকারীরা।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)