• আরও জল ছাড়ল ডিভিসি, জেলা ভিত্তিক আধিকারিকদের দায়িত্ব
    দৈনিক স্টেটসম্যান | ১৭ জুলাই ২০২৫
  • ফের জল ছাড়ল দামোদর ভ্যালি কর্পোরেশন ওরফে ডিভিসি। পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে প্রায় ৪৮ হাজার কিউসেক জল ছাড়ার কাজ  চলছে। মঙ্গলবার  সকাল ৬টা থেকে এই কাজ শুরু হয়েছে। এর মধ্যে পাঞ্চেত থেকে প্রায় ৩৫ হাজার কিউসেক এবং মাইথন থেকে প্রায় ১৩ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। ফলে দামোদর নদীর তীরবর্তী এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার নবান্নে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করেন। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী ডিভিসি-র একতরফা জল ছাড়ার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি, তিনি এই বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য বিভিন্ন জেলায় আধিকারিকদের দায়িত্ব বিন্যাস করার নির্দেশ দিয়েছেন।

    তাঁর সেই নির্দেশ মেনে কোন জেলায় কাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার একটি তথ্য প্রকাশ্যে এসেছে। সূত্রের খবর, দুর্যোগ মোকাবিলায় সচিব পর্যায়ের আধিকারিকদের বিভিন্ন জেলার দায়িত্বে পাঠানো হয়েছে। ১০টি জেলায় মনিটরিং শুরু হয়েছে। এইসব জেলাগুলিতে মুখ্য সচিব পর্যায়ের আধিকারিকদের পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের মূল কাজ সংশ্লিষ্ট জেলার বন্যা পরিস্থিতির উপর নজর রাখা। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত পদক্ষেপ করা এবং নবান্নে রিপোর্ট পাঠানো। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম ও হুগলি— এই চার জেলায় বন্যা পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় সেখানে পাঠানো হয়েছে অতিরিক্ত দল।

    পশ্চিম মেদিনীপুরের দায়িত্বে রয়েছেন চার জন উচ্চপদস্থ আধিকারিক। তাঁরা হলেন, জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের সচিব সুরেন্দ্র গুপ্ত, দুর্যোগ ব্যবস্থাপনা এবং বিপর্যয় মোকাবিলা দফতরের সিনিয়র স্পেশ্যাল সচিব প্রিয়াঙ্ক সিংহ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের বিশেষ সচিব ইউনিস ঋষিণ ইসমাইল এবং কৃষি দফতরের বিশেষ কমিশনার হৃষীকেশ মোদী। এই চার জন সচিব জেলার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

    হুগলি জেলার দায়িত্বে রয়েছেন শিক্ষা দপ্তরের সচিব বিনোদ কুমার, পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর অভিষেক কুমার তিওয়ারি। পূর্ব বর্ধমানের দায়িত্বে রয়েছেন ক্রেতা সুরক্ষা দপ্তরের নীলম মীনা, ল্যান্ড রেকর্ড ও সার্ভে দপ্তরের ডিরেক্টর বিভু গোয়েল।

    বীরভূম জেলার দায়িত্ব পেয়েছেন শিল্প দপ্তরের সচিব বন্দনা যাদব, অর্থ দপ্তরের সচিব দেবীপ্রসাদ করণম। বীরভূমে বহু নদী ও খালের জল উপচে গ্রামে ঢুকে পড়েছে। ফলে উদ্ধার ও পুনর্বাসন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই কাজেই নজর দেবেন এই দুই আধিকারিক।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)