• Breaking News LIVE: নাসিকে ভয়াবহ পথ দুর্ঘটনা, বাইক ও গাড়ির সংঘর্ষে মৃত ৭
    এই সময় | ১৭ জুলাই ২০২৫
  • মহারাষ্ট্রের নাসিকে ভয়াবহ পথ দুর্ঘটনা। বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মহিলা ও শিশু-সহ মৃত সাত।

    চুঁচুড়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের দাসপাড়ায় কঙ্কাল পড়ে থাকতে দেখা যায়। আজ সকালে পুরসভার সাফাই কর্মীরা ডাস্টবিন পরিষ্কার করতে গিয়ে দেখেন প্লাস্টিক মোড়ানো হাড়, খুলি, কঙ্কাল পড়ে রয়েছে।খবর দেওয়া হয় পুলিশে। এলাকায় মানুষের ভিড় জমে যায়। চুঁচুড়া থানার পুলিশ গিয়ে কঙ্কাল উদ্ধার করে।

    বৃহস্পতিবার ফ্ল্যাট স্টার্ট হলো দেশের শেয়ার বাজারে। সেনসেক্স ও নিফটি শেষ ক্লোজিংয়ের থেকে মাত্র ০.০১ শতাংশ বেড়েছে। তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শেয়ারের বৃদ্ধি হয়েছে বৃহস্পতিবার।

    বালাসোরের কলেজে পড়ুয়ার যৌন হেনস্থা ও আত্মঘাতী হওয়ার ঘটনায় ওডিশায় আজ বন‌্ধ-এর ডাক। কংগ্রেস, বিজেডি-সহ আট বিরোধী দলের ডাকে পালিত হচ্ছে বনধ। বিভিন্ন জায়গায় ট্রেন আটকে বিক্ষোভ। পুরী স্টেশনে লাইনে নেমে ট্রেন আটকান বিক্ষোভকারীরা।

    মন্ডলবার বিকেল ৪ তে নাগাদ ব্রাহ্মণী নদীর রামপুর ও মক্রমপুর গ্রামের মধ্যবর্তী বাঁধে হঠাৎ ফাটল দেখা দেয়। পরবর্তীতে উক্ত ফাটল দ্রুত বিস্তৃত হয়ে প্রায় ৫০ মিটার বাঁধ সম্পূর্ণ ভেঙে যায়। এর ফলে মক্রমপুর, রানীনগর সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামে প্লাবনের আশঙ্কা দেখা দেয়। বিস্তীর্ণ চাষের জমি জলমগ্ন হয়ে পড়ে এবং ঐসব এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়। গতকালই রাতে এলাকার পরিদর্শনে যান জেলাশাসক বিধান রায়।

    ভোটের আগে কল্পতরু নীতীশ। অরবিন্দ কেজরিওয়ালের মতোই ভোটের আগে ফ্রি বিদ্যুতের স্বপ্ন ফেরি বিহারের মুখ্যমন্ত্রীর। এক কোটি কর্মসংস্থানের সঙ্গে ১২৫ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি

    গুপ্তচরবৃত্তির অভিযোগে একজন ভারতীয় সেনা কর্মীকে গ্রেপ্তার করা হলো। ধৃতের নাম দেবেন্দর সিং। ১৪ জুলাই জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার উরি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে আদালতে তোলা হলে ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

    জম্মু বেস ক্যাম্পে ভারী বৃষ্টির পূর্বাভাস স্থগিত অমরনাথ যাত্রা। বালতাল রুটে বুধবারই ধসের কারণে এক মহিলা তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। জখম হয়েছেন তিন জন। গত ৩ জুলাই খোলা হয় অমরনাথ যাত্রার রুট।

  • Link to this news (এই সময়)